ধূপগুড়ি, 11 সেপ্টেম্বর:উপনির্বাচনের প্রচারে গিয়ে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ধূপগুড়িবাসীকে কথা দিয়েদিলেন এখানে তৃণমূল জিতলে ধূপগুড়ি ঘোষণা করবে রাজ্য সরকার ৷ সম্প্রতি ধূপগুড়ি উপনির্বাচনের ফল প্রকাশ হয়েছে ৷ জিতেছেন তৃণমূল প্রার্থী নির্মলচন্দ্র রায় ৷ বিজেপির থেকে এই আসন ছিনিয়ে নিয়েছে তৃণমূল ৷ রাজনৈতিক মহল মনে করছে, এবার ধূপগুড়িতে তৃণমূলের জয়ের পিছনে অন্যতম অনুঘটক হিসেবে কাজ করেছে অভিষেকের সেই মহকুমা তৈরির প্রতিশ্রুতি ৷ অভিষেকের দেওয়া কথা রেখে সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে সাংবাদিক বৈঠক করে ধূপগুড়িকে মহকুমা করার ঘোষণা করেছেন ৷ মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় খুশি এলাকাবাসী ৷
এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "যেহেতু আমরা ভোটের আগে বলেছিলাম ধূপগুড়ি মহকুমা হবে । ধূপগুড়ি বানারহাটের কিছু অংশ নিয়ে ধূপগুড়ি মহকুমা হচ্ছে । ইতিমধ্যে তার কাজ শুরু হয়েছে । আমি বিদেশ সফর থেকে ফিরে বাকিটা করে দেব । বানারহাটের কিছু অংশ, ধূপগুড়ি শহর-সহ গ্রামীণ এলাকা নিয়ে ধূপগুড়ি মহকুমা হচ্ছে ।" এই প্রসঙ্গে সদ্য নির্বাচিত তৃণমূল বিধায়ক নির্মলচন্দ্র রায় বলেন, "আমরা ইস্তাহারে যা বলেছিলাম, তাই হয়েছে ৷ তৃণমূল যা বলে তাই করে ৷"