মালবাজার, 18 অক্টোবর: চাকরি বা আর্থিক অনুদানের চাহিদা ছিল না, উনি যদি একবার সভাস্থলে ডেকে বাহবা দিতেন তাতেই শান্তি হত (Reaction of Rescuers of Malbazar Accident after not Getting Invitation from CM Meeting)৷ মালবাজারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাস্থলের বাইরে দাঁড়িয়ে আক্ষেপ উদ্ধারকারী দুই যুবক তরিফুল ও ফরিদুল ইসলামের ৷
মঙ্গলবার মুখ্যমন্ত্রীর সভাস্থল মাল আর্দশ বিদ্যাভবনের বাইরে দাঁড়িয়ে ইটিভি ভারতকে তাঁদের আক্ষেপের কথা জানালেন এই দুই উদ্ধারকারী ৷ এদিন তাঁরা বলেন, "যাঁরা সেদিন নদীতে ছিলেন না, তাঁরা এদিন সভাস্থলে ছিলেন ৷ এতদিন জানতাম চারজন উদ্ধারকারী রয়েছে যার মধ্যে আমরা মামাভাগ্নে দু'জন রয়েছি ৷ আজ দেখলাম আমরা ছাড়া অন্যান্য লোক রয়েছে সভাস্থলে ৷"
মন্ত্রী ও নেতারা বাড়িতে গিয়ে সংবর্ধনা দিয়েছে ৷ বিভিন্ন বেসরকারী সংস্থা থেকেও সার্টিফিকেট ও মেমেন্টো পেয়েছে তরিফুল ও ফরিদুল ৷ তবুও মুখ্যমন্ত্রীর সামনে ডাক না-পেয়ে কিছুটা ক্ষুব্ধ তাঁরা (Reaction of Rescuers of Malbazar Accident)৷