পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Rescuers of Malbazar Incident: চাকরি বা আর্থিক অনুদান নয়, মুখ্যমন্ত্রী ডেকে বাহবা দিলেই শান্তি পেতাম; আক্ষেপ তরিফুলদের

জীবন বাজি রেখে সেদিন মাল নদীতে ঝাঁপিয়ে পড়ে মামা-ভাগ্নে মিলে বেশ কয়েকজনের প্রাণ বাঁচিয়েছিলেন (Rescuers of Malbazar Incident)৷ তারপর অনেক সংবর্ধনাও পেয়েছেন, তাঁদের নিয়ে খবরও হয়েছে ৷ কিন্তু মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় ডাক না-পেয়ে আক্ষেপ প্রকাশ করলেন ইটিভি ভারতে ৷

By

Published : Oct 18, 2022, 6:54 PM IST

Updated : Oct 18, 2022, 8:43 PM IST

Etv Bharat
আক্ষেপ তরিফুলদের

মালবাজার, 18 অক্টোবর: চাকরি বা আর্থিক অনুদানের চাহিদা ছিল না, উনি যদি একবার সভাস্থলে ডেকে বাহবা দিতেন তাতেই শান্তি হত (Reaction of Rescuers of Malbazar Accident after not Getting Invitation from CM Meeting)৷ মালবাজারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাস্থলের বাইরে দাঁড়িয়ে আক্ষেপ উদ্ধারকারী দুই যুবক তরিফুল ও ফরিদুল ইসলামের ৷

মঙ্গলবার মুখ্যমন্ত্রীর সভাস্থল মাল আর্দশ বিদ্যাভবনের বাইরে দাঁড়িয়ে ইটিভি ভারতকে তাঁদের আক্ষেপের কথা জানালেন এই দুই উদ্ধারকারী ৷ এদিন তাঁরা বলেন, "যাঁরা সেদিন নদীতে ছিলেন না, তাঁরা এদিন সভাস্থলে ছিলেন ৷ এতদিন জানতাম চারজন উদ্ধারকারী রয়েছে যার মধ্যে আমরা মামাভাগ্নে দু'জন রয়েছি ৷ আজ দেখলাম আমরা ছাড়া অন্যান্য লোক রয়েছে সভাস্থলে ৷"

মুখ্যমন্ত্রীর সভায় আমন্ত্রণ না পেয়ে উদ্ধারকারী দুই যুবকের প্রতিক্রিয়া

মন্ত্রী ও নেতারা বাড়িতে গিয়ে সংবর্ধনা দিয়েছে ৷ বিভিন্ন বেসরকারী সংস্থা থেকেও সার্টিফিকেট ও মেমেন্টো পেয়েছে তরিফুল ও ফরিদুল ৷ তবুও মুখ্যমন্ত্রীর সামনে ডাক না-পেয়ে কিছুটা ক্ষুব্ধ তাঁরা (Reaction of Rescuers of Malbazar Accident)৷

আরও পড়ুন :মালবাজারের দুর্ঘটনায় নিহতদের পরিবারকে চাকরি, উদ্ধারকারীদের 1 লক্ষ টাকা সাহায্য মুখ্যমন্ত্রীর

প্রসঙ্গত, দশমীর রাতে দুর্গা প্রতিমা বিসর্জনের সময় মাল নদীতে হড়পা বানের ঘটনার সময় নিজের জীবন বাজি রেখে একাধিক মানুষকে উদ্ধার করতে নদীতে ঝাঁপিয়ে পড়েছিল মালবাজারের বেশ কিছু যুবক (Malbazar Accident)। যাদের মধ্যে সকলকে প্রশাসনের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর সভায় ডাকা হয় মঙ্গলবার । কিন্তু সেদিন উদ্ধারকার্যে নদীতে নামলেও মুখ্যমন্ত্রীর সভায় ডাক পাননি তরিফুল এবং ফরিদুল ।

মঙ্গলবার মাল আদর্শ বিদ্যাভবনে সভাস্থলের কাছে এসে ক্ষোভ প্রকাশ করেন তাঁরা ৷ সেদিনের ঘটনার পর বিভিন্ন সংগঠনের তরফে সংবর্ধনা মিললেও মুখ্যমন্ত্রীর সামনে ডাক না-পাওয়া নিয়ে হতাশ তরিফুল ও ফরিদুল ৷

আরও পড়ুন :মালবাজারে মমতা, দেখা করলেন হড়পা বানে মৃতদের পরিবারের সঙ্গে

Last Updated : Oct 18, 2022, 8:43 PM IST

ABOUT THE AUTHOR

...view details