জলপাইগুড়ি, 24 অক্টোবর : ফের বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ ৷ আর এই পরিস্থিতিতে মাস্ক ছাড়াই ঘুরছেন জলপাইগুড়ি শহরের বাসিন্দারা ৷ আর তাই সাধারণ মানুষের মধ্যে সচেতনতায় এদিন জলপাইগুড়ি শহরে প্রচারে নামলেন পুলিশ সুপার ৷ জলপাইগুড়ি শহরে সচেতনতা মিছিলে হাঁটলেন তিনি ৷ পাশাপাশি মাস্কবিহীন মানুষদের মাস্ক বিলি করতেও দেখা গেল পুলিশ সুপারকে ৷ সেইসঙ্গে জেলা পুলিশের তরফে সাধারণ মানুষকে সচেতন করতে মাইকিংয়ের মাধ্যমে প্রচারও করা হয় ৷
এদিন জলপাইগুড়ির কদমতলা মোড় থেকে জেলা পুলিশের পক্ষ থেকে একটি সচেতনতামূলক পদযাত্রা বের করা হয় ৷ ওই পদযাত্রাটি বেগুনটারি মোড় হয়ে গোটা শহর পরিক্রমা করে ৷ পদযাত্রায় অংশ নিয়ে পুলিশ সুপার দেবর্ষি দত্ত বলেন, ‘‘আমরা জেলাজুড়েই করোনা নিয়ে সচেতনতা গড়ে তুলছি ৷ যাঁরা মাস্ক পড়ছেন না, তাঁদের মাস্ক পড়ার কথা বলা হচ্ছে ৷ আমরা চাই সবাই সচেতন হোন ৷ এর পরও যদি সাধারণ মানুষ সচেতন না হন, মাস্ক না পরেন, আমরা আইনানুগ ব্যবস্থা নেব ৷ প্রয়োজনে অভিযোগ দায়ের করব ৷’’