পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Jalpaiguri News : 'কাক হয়ে কাকের মাংস খাচ্ছে' ! দলেরই নেতাকে তুলোধোনা রাজগঞ্জের তৃণমূল বিধায়কের

বিধায়ক খগেশ্বর রায়ের পরিবারের বিরুদ্ধে আদালতে বধূ নির্যাতনের মামলা নথিবদ্ধ হয়েছে ৷ সেই কথা জলপাইগুড়ির রানিনগরে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের সভায় উল্লেখ করেন এসটি, এসসি ও ওসিবি সেলের জেলা সভাপতি কৃষ্ণ দাস ৷ তা নিয়েই কৃষ্ণ দাসকে একহাত নিলেন বিধায়ক খগেশ্বর রায় (Jalpaiguri News) ৷

Jalpaiguri MLA Controversy
‘‘কাক হয়ে কাকের মাংস খাচ্ছে’’ নাম না করে দলের নেতাকে কাটক্ষ বিধায়ক খগেশ্বর রায়ের

By

Published : May 14, 2022, 9:47 AM IST

জলপাইগুড়ি, 14 মে : দলের লোকেরাই তাঁকে কালিমালিপ্ত করার চেষ্টায় নেমেছেন ৷ দলের অন্দরেই তাঁর বিরুদ্ধে চক্রান্ত শুরু হয়েছে ৷ এমনই অভিযোগ হানলেন জলপাইগুড়ির রাজগঞ্জের তৃণমূল বিধায়ক খগেশ্বর রায় ৷ মুখে কারও নাম না আনলেও তাঁর অভিযোগের তির যে দলের শাখা সংগঠনের নেতা তথা এসটি, এসসি ও ওসিবি সেলের জেলা সভাপতি কৃষ্ণ দাসের দিকে তা স্পষ্ট ৷ সম্প্রতি এক সভায় বিধায়ক ও তাঁর ছেলের বিরুদ্ধে বধূ নির্যাতনের অভিযোগ দায়ের হওয়ার কথা ফাঁস করে দেন কৃষ্ণ দাস ৷ প্রকাশ্যে পারিবারিক সমস্যার কথা উল্লেখ করা দলীয় নেতার ভূমিকায় ক্ষুব্ধ খগেশ্বর রায় বলেন, "কাক হয়ে কাকের মাংস খাচ্ছে ৷"

কী বলেছিলেন কৃষ্ণ দাস ? দলের বিধায়ককে নিশানা করে তিনি বলেন, "যে সকল নেতা নিজেদের বাড়ির সদস্যদের সঙ্গে ভাল ব্যবহার করতে পারেন না তারা জনগণের নেতা কীভাবে হবেন ? যে নেতার বাড়িতে শান্তি নেই, ঘরের বৌমা থাকে না সেই নেতা দিয়ে দল চলবে না ৷" তাঁর এই কথার পরিপ্রেক্ষিতে কৃষ্ণ দাসকে নাম না করে একহাত নেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় ৷ তিনি বলেন, ‘‘ও কাক হয়ে কাকের মাংস খেতে চায় ৷ কিন্তু পারবে না ৷ যতই চেষ্টা করুক ।" তিনি আরও বলেন, "আমি কখনও অন্যায় করি না । ব্যক্তিগত হিংসা থেকে এইসব কথা বলা হয়েছে । বিজেপির সঙ্গে একজোট হয়ে এসব কুৎসা রটাচ্ছে ৷" (rajganj tmc mla khageswar roy slams his own party leader)

আরও পড়ুন : Domestic violence against Rajganj MLA : পুত্রবধূর উপর নির্যাতন, বিধায়ক খগেশ্বর রায়ের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ আদালতের

উল্লখ্য, 2021 সালে খগেশ্বর রায়কে গ্রেফতারের দাবিতে ভারতীয় জনিতা পার্টি মহিলা মোর্চা কোতোয়ালি থানায় ধর্না দিয়েছিল ৷ এই বিষয়ে তিনি বলেন, "শুনলাম আদালতে মামলা দায়ের হয়েছে ৷ কিন্তু এতে আমার দোষ কোথায় ? বিয়ের কিছুদিন পরই বৌমা চলে যায় । আমার ছেলে বহুবার গিয়েছিল বৌমাকে আনতে ৷ কিন্তু সে আসেনি ।"

ABOUT THE AUTHOR

...view details