পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : May 7, 2020, 2:19 PM IST

ETV Bharat / state

প্রায় 700 মানুষকে রান্না করে খাওয়াল রাজগঞ্জ পুলিশ

জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লক । এইখানেই সুখানি চা বাগান ও সৌদাভিটা এলাকায় প্রায় 700 মানুষকে দুপুরের খাবার দেওয়া হয় গতকাল । সদরের সার্কেল ইনস্পেকটর দিপোজ্জ্বল ভৌমিকের উদ্যোগে এই কর্মসূচি নেওয়া হয় ।

jalpaiguri
রাজগঞ্জ পুলিশ

জলপাইগুড়ি, 7 মে : লকডাউনের মাঝে পুলিশের গাড়ি দেখে অনেকেই চমকে গিয়েছিলেন । কারণ পুলিশ আগেও এসেছে বেশ কয়েকবার । হাতে লাঠি ছিল তখন । তবে এইবার তাঁদের হাতে লাঠি নেই । বরং গ্রামের মানুষের জন্য খাবার নিয়ে এসেছেন তাঁরা ।

গতকাল BJP কর্মীদের বিক্ষোভ কর্মসূচি সামলে রাজগঞ্জ ব্লকের চা বাগানের মানুষের কাছে খাবার পৌঁছে দিল রাজগঞ্জ থানার পুলিশ ।

জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লক । এইখানেই সুখানি চা বাগান ও সৌদাভিটা এলাকায় প্রায় 700 মানুষকে দুপুরের খাবার দেওয়া হয় গতকাল । সদরের সার্কেল ইনস্পেকটর দিপোজ্জ্বল ভৌমিকের উদ্যোগে এই কর্মসূচি নেওয়া হয় ।

রাজগঞ্জ থানার কর্মীরা লকডাউনের মাঝে মানুষকে খাবার তুলে দিতে পেরে আনন্দিত । রান্না করে সকলের হাতে খাবার তুলে দেওয়া হয় । পুলিশের এমন উদ্যোগে খুশি গ্রামবাসী থেকে শুরু করে চা শ্রমিকরাও ।

দিপোজ্জ্বল ভৌমিক এই বিষয়ে জানান, লকডাউনের মাঝে প্রচুর মানুষ বিপদে পড়েছেন । তাঁদের আজ এক বেলার খাবার দিতে পেরে ভালো লাগছে । আগামীতে এমন কাজ করতে পারলে আরও ভালো লাগবে । তিনি বলেন, “আমাদের সামর্থের মধ্যেই আমরা আজ খিচুরি, আলুর দম, ডিমের কারি রান্না করে এই সকল মানুষকে খাবার দিয়েছি । আমাদের সাহায্যের জন্য শিলিগুড়ির বয়েজ় হাই স্কুলের অ্যালুমনি অ্যাসোসিয়েশন ১৯৯১ সালের ছাত্ররা এগিয়ে এসেছিলেন ।”

ABOUT THE AUTHOR

...view details