পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

উত্তরবঙ্গে প্রবল বৃষ্টি, ভাঙল রেলসেতু - Jalpaiguri

প্রবল বৃষ্টির জেরে ভেঙে পড়ল জলপাইগুড়ির মালবাজার ব্লকের রেলসেতুর একাংশ ৷

প্রবল বৃষ্টির জেরে ভাঙল রেল সেতু
প্রবল বৃষ্টির জেরে ভাঙল রেল সেতু

By

Published : Jul 28, 2020, 2:16 PM IST

জলপাইগুড়ি. 28 জুলাই : গতরাতে প্রবল বৃষ্টি ৷ টানা 12 ঘণ্টা বৃষ্টি উত্তরবঙ্গে ৷ আর তাতে ক্ষতিগ্রস্ত উত্তরবঙ্গের জেলাগুলির বহু এলাকা ৷ কোথাও কোথাও নেমেছে ধস ৷ কোথাও ভেঙে গিয়েছে সেতুর একাংশ ৷ একই ঘটনা দেখা গেল মালবাজার ব্লকেও ৷ ওই ব্লকের বাগরাকোট গ্রাম পঞ্চায়েতের লিস নদীর জলের তোড়ে ভেসে গেল রেলসেতুর একাংশ ৷

ওয়াশাবাড়ি ও চান্দাকোম্পানির মাঝে এই রেলসেতুটি রয়েছে ৷ আলিপুরদুয়ার রেলওয়ে ডিভিশনের 79 নম্বর রেলসেতুটির ক্ষতি হয়েছে ৷ জলের তোড়ে ধসে গিয়েছে সেতুর পিলার ৷ যার জেরে রেললাইনের কংক্রিটের সাপোর্ট ভেঙে পড়ে গিয়েছে ৷ রেললাইনটি ঠিক থাকলেও তার নিচে কোনও সাপোর্ট নেই বর্তমানে ৷ এই লাইন দিয়ে আপাতত রেল চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে ৷

প্রবল বৃষ্টির জেরে ভাঙল রেলসেতু...

স্থানীয় বাসিন্দা রাজু সাই বলেন, গতরাত থেকে এত বৃষ্টি হওয়ার কারণে এই সমস্যা হয়েছে ৷ এমন কী, ক্ষতি হয়েছে ইন্ডিয়ান ওয়েলের পাইপেরও ৷

জানা গিয়েছে, গতরাত থেকে বাগরাকোটে বৃষ্টি হয়েছে 233.2 মিলিমিটার ৷ একদিকে সমতলে লাগাতার বৃষ্টি ৷ অন্যদিকে, পাহাড়ে প্রচুর পরিমাণে বৃষ্টির ফলে পাহাড়ি নদীর জলে ক্ষতিগ্রস্ত রেল সেতু ৷ ইতিমধ্যেই সেতু সংস্কারের জন্য আলিপুরদুয়ার রেলওয়ে ডিভিশন থেকে রেল কর্মীরা ঘটনাস্থানে পৌঁছেছেন ৷ উত্তরপূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শভানন চন্দ বলেন, "লিস নদীর অ্যাপ্রোচ জলের স্রোতে একটি পিলারের ক্ষতি হয়েছে ৷ আমরা খুব তাড়াতাড়ি এই সেতু সংস্কারের কাজ করছি ৷ লকডাউনের জেরে এই রুটে তেমন রেল চলাচল নেই ৷ তাই ট্র্যাফিকেরও তেমন সমস্যা নেই ৷"

ABOUT THE AUTHOR

...view details