জলপাইগুড়ি, 9 মার্চ : রেলের ইলেকট্রিক লাইনের রক্ষণাবেক্ষণের কাজ করতে গিয়ে ইলেকট্রিক শক খেয়ে মৃত্যু এক রেল কর্মীর (One Rail Worker Dies in Accident in Jalpaiguri) ৷ মৃত রেল কর্মীর নাম নিশাকর চন্দ্র কুমার (টেকনিশিয়ান) ৷ আহত হয়েছেন ওই কাজের সুপারভাইজার সত্যজিত সাহা এবং আরও দুই রেল কর্মী অনিল কুমার সিং ও অবিনাশ কুমার ।
ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি রোড ষ্টেশনের অদূরে রেলের পিলার নম্বর 36/2-36/3 এর মাঝে । জলপাইগুড়ি রোড থেকে তিস্তা সেতুর মাঝে ইলেকট্রিক রেললাইনে জলপাইগুড়ি রোড এসএসপির সামনে রক্ষণাবেক্ষণের কাজ চলছিল ৷ ঘটনাস্থলেই মারা যান নিশাকর চন্দ্র কুমার । আহতদের স্থানীয় বাসিন্দা ও রেলকর্মীরা জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান । তাঁদের অবস্থা আশঙ্কাজনক ।
এই ঘটনার ব্যাপারে স্থানীয় বাসিন্দা ফজলুল ইসলাম জানান, "এখানে রেলের ওরা কাজ করছিল চারজন মিলে ৷ তারপর হঠাৎ বোমা ফাটার মত দু'বার আওয়াজ হয় ৷ তারপর ধোঁয়া উঠতে শুরু করে ৷ সঙ্গে সঙ্গে একজন পরে মারা যায় ৷ বাকি তিনজনকে তড়িঘড়ি হাসপাতালে পাঠানো হয়েছে ৷"