পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Jalpaiguri Town Level Crossing : জলপাইগুড়িতে লেভেল ক্রসিংয়ে যানজটের সমস্যা সমাধানে উদ্যোগী রেল ও সাংসদ - Latest News on Jalpaiguri

শুক্রবার জলপাইগুড়ি শহরের লেভেল ক্রসিংগুলি পরিদর্শন করেন জলপাইগুড়ির সাংসদ ড. জয়ন্ত রায় (Jalpaiguri MP Jayanta Roy) ৷ তাঁর সঙ্গে ছিলেন রেলের আধিকারিকরা ৷ কীভাবে সমস্যার সমাধান করা যায়, তা খতিয়ে দেখেছেন তাঁরা (Rail and MP Jayanta Roy inspect the problem of Jalpaiguri Town Level Crossing) ৷

rail-and-mp-jayanta-roy-inspect-the-problem-of-jalpaiguri-town-level-crossing
Jalpaiguri Town Level Crossing : জলপাইগুড়িতে লেভেল ক্রসিংয়ে যানজটের সমস্যা সমাধানে উদ্যোগী রেল ও সাংসদ

By

Published : Jun 4, 2022, 2:05 PM IST

জলপাইগুড়ি, 4 জুন : লেভেল ক্রসিংয়ে আটকে পড়ে যানজট ৷ বিভিন্ন জায়গায় এই চিত্র হামেশাই দেখা যায় ৷ জলপাইগুড়ি শহরও তার ব্যতিক্রম নয় ৷ এই সমস্যার সমাধান কীভাবে করা যায়, তার জন্য শুক্রবার সেখানে যান জলপাইগুড়ির সাংসদ ড. জয়ন্ত রায় (Jalpaiguri MP Jayanta Roy) ৷ তাঁর সঙ্গে ছিলেন রেলের কাটিহার ডিভিশনের এডিআরএমও ৷ কাটিহার ডিভিশনের ইঞ্জিনিয়র মহেশ কুমারকে সঙ্গে নিয়ে লেভেল ক্রসিংগুলি পরিদর্শনও করেন (Rail and MP Jayanta Roy inspect the problem of Jalpaiguri Town Level Crossing) ৷

স্থানীয়দের দাবি, রেলব্রিজ তৈরি করতে পারলে সমস্যার সমাধান হবে ৷ যানজট অনেকটাই কমবে ৷ অনেক জায়গায় এভাবেই লেভেল ক্রসিংয়ের জেরে তৈরি হওয়া যানজট থেকে সমস্যার সমাধান করা হয়েছে ৷ স্থানীয়দের দাবি যে অমূলক নয়, তা মেনে নিয়েছেন নিউ জলপাইগুড়ির এডিআরএম সঞ্জয় চিলওয়ার ৷ তবে তিনি জানিয়েছেন, শহরের মধ্যে এভাবে রেলব্রিজ তৈরি করা সমস্যার ৷ সেই কারণে অন্যভাবে সমাধানের বিষয়ে ভাবনাচিন্তা করছে রেল ৷

অন্যদিকে জলপাইগুড়ির সাংসদ ড. জয়ন্তকুমার রায় বলেন, ‘‘জলপাইগুড়ি শহরের ওপর দিয়ে যে রেললাইন আছে । তাতে কয়েকটি লেভেল ক্রসিং আছে । প্রতিদিন রেল চলাচলের ফলে যানজটের সৃষ্টি হচ্ছে । দীর্ঘদিন ধরেই এই সমস্যা হচ্ছে । আমার কাছে নাগরিক মঞ্চও দাবি তুলেছিল ৷ আমরা এডিআরএমকে নিয়ে সরেজমিনে দেখতে এসেছি ।’’ তিনি আরও জানান, যানজট কমানোর বিষয়টি খতিয়ে দেখছেন বিশেষজ্ঞরা ৷ তিনি রেলমন্ত্রককেও বিষয়টি জানিয়েছেন বলে দাবি করেছেন ৷

জলপাইগুড়ি নাগরিক মঞ্চের তরফে গোবিন্দ রায় বলেন, ‘‘আমাদের দীর্ঘদিনের দাবি ছিল জলপাইগুড়ির লেভেল ক্রসিং-এ রেলওয়ে আন্ডারপাস করার জন্য । সাংসদ এডিআরএমকে নিয়ে এসেছিলেন । আমরা রেলের প্রতিমন্ত্রীকে স্মারকলিপি দিয়েছিলাম ঘুমটিগুলোকে রেলওয়ে আন্ডারপাস করা জন্য ।’’

তিনি আরও জানান, ‘‘আমাদের এখানে সার্কিট বেঞ্চ হয়েছে বলে জলপাইগুড়ি এখন রাজ্যের দ্বিতীয় রাজধানী । ফলে শহরের গুরুত্ব অনেক । আমরা চাই রেলের জমিতেই রেল ওপর দিয়ে রেল চালাক আর নিচ দিক দিয়ে রাস্তা থাক ৷ তাতে করে কোনও ভাঙচুরও হবে না । সমস্যার সমাধানও হবে । আর এখানে আন্ডারপাস হলে জল জমে থাকবে ৷ ফলে এটা চলবে না বলে জানিয়েছি ।’’

আরও পড়ুন :Driver Saves Elephant : ফের রেললাইনে বুনো হাতি ! ট্রেন থামিয়ে বাঁচালেন চালক

ABOUT THE AUTHOR

...view details