রায়গঞ্জ, 5 সেপ্টেম্বর: গতকাল কালিয়াগঞ্জের বিজেপি বিধায়ক সৌমেন রায় বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদানের পর আজ রায়গঞ্জ বিধানসভার বিজেপি বিধায়ক (Raiganj MLA) কৃষ্ণ কল্যাণী (Krishna Kalyani) বেসুরো গাইলেন । সরাসরি বিজেপি ছাড়ার কথা না-বললেও আপাতত উত্তর দিনাজপুর জেলা বিজেপির সমস্ত কর্মসূচি এবং জেলা বিজেপির সঙ্গে সবরকম যোগাযোগ বিচ্ছিন্ন করার কথা ঘোষণা করলেন তিনি ।
রায়গঞ্জের বিধায়ক তাঁর নিজের কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে মূলত জেলা বিজেপি সভাপতি বাসুদেব সরকার এবং রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরীর বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দিয়ে এই সিদ্ধান্তের কথা জানালেন ৷ তবে একজন বিধায়ক হিসেবে রায়গঞ্জের মানুষের পাশে দাঁড়িয়ে সবরকম কাজ তিনি করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন । তিনিও তৃণমূল কংগ্রেসে (TMC) যোগ দিতে চলেছেন কি না এই প্রশ্নের উত্তরে বিধায়ক কৃষ্ণ কল্যাণী জানিয়েছেন, সে রকম পরিস্থিতি তৈরি হলে তিনি নিজেই জানিয়ে দেবেন ।
উত্তর দিনাজপুর বিজেপি সভাপতি বাসুদেব সরকারকে নিয়ে দীর্ঘদিন ধরেই ক্ষোভ চলছিল জেলা বিজেপির কার্যকর্তা ও কর্মীদের মধ্যে । সম্প্রতি বাসুদেব সরকার জানিয়েছিলেন, জেলা বিজেপির বাঁশি তাঁর হাতেই রয়েছে । রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী এ প্রসঙ্গে বলেন, ‘‘বাসুদেববাবুকে নিয়ে দলের অন্দরে ব্যাপক ক্ষোভ চলছে । এমনকী জেলার বিজেপি বিধায়কেরাও তাঁর উপর ক্ষুব্ধ ।’’ এই বিষয় নিয়ে রাজ্য বিজেপির কাছে কৃষ্ণ কল্যাণী নিজেই দরবার করেছিলেন ৷ কিন্তু রাজ্য নেতৃত্ব বিষয়টি নিয়ে তেমন কোনও গুরুত্ব না-দেওয়ায় ক্ষুদ্ধ তিনিও ।
আরও পড়ুন:Damaged Road: দীর্ঘদিন ধরে বেহাল তিস্তাবাঁধের রাস্তা, রোজ যন্ত্রণার সফর স্থানীয়দের