জলপাইগুড়ি, 16 জুলাই : সঞ্জয় দত্ত ৷ উত্তরবঙ্গ বনবিভাগের স্পেশাল টাস্ক ফোর্সের প্রধান ছিলেন তিনি ৷ কিন্তু আজ তাঁকে বদলি করা হল সুন্দরবনে ৷ সম্প্রতি এশিয়াডে সোনা জয়ী স্বপ্না বর্মণের নির্মীয়মাণ বাড়িতে মজুদ কাঠের তদারকি করতে অভিযান চালিয়েছিলেন রেঞ্জার সঞ্জয় দত্ত । তারপরই আজ সঞ্জয় দত্তকে বদলি করা হল ৷ সঞ্জয় দত্তের বদলি নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই ৷ অনেকই মনে করছেন স্বপ্না বর্মণের বাড়িতে অভিযানের খেসারত দিতে হল ফরেস্ট এই রেঞ্জারকে । বন্যপ্রাণীর দেহাংশ পাচারে রুখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন উত্তরবঙ্গ বনবিভাগের স্পেশাল টাস্ক ফোর্সের প্রধান সঞ্জয় দত্ত ৷ এরজন্য আন্তর্জাতিক পুরস্কারে পুরস্কৃতও হয়েছেন তিনি ।
স্বপ্না বর্মণের বাড়িতে অভিযান, মুখ্যমন্ত্রীর নির্দেশে বদলি রেঞ্জার
দুই দিন আগে স্বপ্না বর্মণের বাড়িতে অভিযান চালিয়েছিলেন উত্তরবঙ্গ বনবিভাগের স্পেশাল টাস্ক ফোর্সের প্রধান সঞ্জয় দত্ত ৷ তারপরই আজ নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "স্বপ্না ভালো মেয়ে, ভালো খেলে । ওর কোন দোষ নেই । যে অফিসার অভিযানে গিয়েছিলেন তাঁকে বদলি করতে বলা হয়েছে ।"
দুই দিন আগে স্বপ্নার বাড়ি থেকে উদ্ধার বেআইনি কাঠের লগ । উত্তরবঙ্গের বনবিভাগের স্পেশাল টাস্ক ফোর্সের প্রধান সঞ্জয় দত্তের নেতৃত্বে পাতকাটা গ্রাম পঞ্চায়েতের স্বপ্নার ধিম পাড়ার বাড়িতে অভিযান চালানো হয় । স্বপ্নার বাড়িতে শাল কাঠ চেরাই হচ্ছিল বলে অভিযোগ ওঠে । স্বপ্নার বাড়ি থেকে উদ্ধার করা হয় বড় গাছের লগ । কাঠের কাগজ দেখানোর জন্য স্বপ্নাকে 30 দিনের সময় দিয়েছে বনবিভাগ ৷ বনবিভাগের অভিযানে স্বপ্না বাধা দেন বলে অভিযোগ ওঠে ৷ স্বপ্নাকে বলতে শোনা যায়, "আমরা কোনও চুরি করিনি, টাকা দিয়ে কিনেছি ৷" তবে ভাইরাল হওয়া একটি ভিডিয়োতে শোনা যাচ্ছে, তিনি বনবিভাগের কর্মীদের কাছে স্বীকার করেছেন টাকা পয়সা কম ছিল তাই এমন করেছেন ।
তারপরই আজ সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "স্বপ্না ভালো মেয়ে, ভালো খেলে । ওর কোন দোষ নেই । যে অফিসার অভিযানে গিয়েছিলেন তাঁকে বদলি করতে বলা হয়েছে ।" মুখ্যমন্ত্রীর এমন ঘোষণার পরেই বনবিভাগে চাঞ্চল্য ছড়ায় । কারণ সঞ্জয় দত্ত বনবিভাগের আধিকারিকদের জানিয়েছেন, সার্চ ওয়ারেন্ট নিয়েই অভিযানে গিয়েছিলেন ৷ এমনকী বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ও বিষয়টি জানতেন । রাজীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, "স্বপ্নার বাড়িতে কাঠ উদ্ধার হয়েছে । তাকে 30 দিনের সময় দেওয়া হয়েছে কাগজ দেখানোর জন্য । যে কেউ হোক না কেন আইন আইনের পথেই চলবে ।" তারপরই আজ মুখ্যমন্ত্রী নবান্নে উত্তরবঙ্গ বনবিভাগের স্পেশাল টাস্ক ফোর্সের প্রধান সঞ্জয় দত্তকে বদলির কথা ঘোষণা করেন ৷