পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Jalpaiguri Rabindra Jayanti Celebrate : কবিগুরুর জন্মদিনে দুঃস্থদের 'পাশে আছি' প্রকল্পে সূচনা করলেন ওসি - কবি গুরুর জন্মদিনে দুঃস্থদের জন্য 'পাশে আছি' প্রকল্পে পাকাপাকি আহারের ব্যবস্থা করলেন ওসি

জলপাইগুড়ি মালবাজার থানার ক্রান্তি ফাঁড়ির ওসি সুব্রত গুন রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষ্যে গরীব দুঃস্থদের জন্য দুপুরের আহারের ব্যবস্থা করলেন (Jalpaiguri Rabindra Jayanti Celebrate) ৷

Jalpaiguri Rabindra Jayanti Celebrate news
বীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষ্যে গরীব দুঃস্থদের জন্য দুপুরের আহারের ব্যবস্থা করেন

By

Published : May 10, 2022, 11:35 AM IST

জলপাইগুড়ি, 10 মে :রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষ্যে গরীব দুঃস্থদের জন্য দুপুরের আহারের ব্যবস্থা করলেন ওসি । 'পাশে আছি' প্রকল্পের নাম দিয়ে এলাকার দুঃস্থদের দুপুরের আহারের পাকাপাকি ব্যবস্থা করলেন জলপাইগুড়ি মালবাজার থানার ক্রান্তি ফাঁড়ির ওসি সুব্রত গুন (Jalpaiguri Rabindra Jayanti Celebrate)।

রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষ্যে ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল ৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পদ্মশ্রীপ্রাপ্ত করিমুল হক-সহ একালার গুণীজনরা । এদিনের আহারের মেনুতে ছিল ভাত, ডাল, স্যালাড, আলু ভাজা, সবজি, ডিমের কারি । সুব্রত গুন বলেন, "এলাকার মানুষের একবেলা আহারের ব্যবস্থা করা হয়েছে । গরীব ও দুঃস্থরা যাতে কখনোই পুলিশকে দূরে সরিয়ে না-দেয় এবং তাদের কাছাকাছি পৌঁছনোর জন্যই এই উদ্যোগ । আমরা আজ থেকে 50 জন মানুষের দুপুরের আহারের দায়িত্ব নিয়েছি । আস্তে আস্তে তা বাড়ানো হবে ।"

বীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষ্যে গরীব দুঃস্থদের জন্য দুপুরের আহারের ব্যবস্থা করেন

আরও বলেন : বিশ্বকবির স্মৃতি জড়ানো পানিহাটির বাগানবাড়িতে রবীন্দ্রজয়ন্তী পালন

তিনি আরও বলেন, ক্রান্তি, চ্যাংমারি, রাজাডাঙ্গা, মৌলানি লাটাগুড়ি, চাপাডাঙ্গা এই 6টি গ্রামপঞ্চায়েত এলাকার গরীব মানুষদের টোটো করে নিয়ে আসা হয়েছে । তাঁদের খাইয়ে আবার বাড়িতে পৌছে দেওয়া হয়েছে । আজ শুভ দিনে এই উদ্যোগ শুরু করেছি । আগামীতেও এই উদ্যোগ চলবে । এলাকার মানুষের জন্য বিনামুল্যে চক্ষু পরীক্ষা শিবির,স্বাস্থ্য পরীক্ষারও আয়োজন করা হবে বলে জানান সুব্রত গুন । এদিন অনুষ্ঠানে এসে পদ্মশ্রী করিমুল হক বলেন, "ওসি সুব্রত গুনের এই যে উদ্যোগ তাঁকে সাধুবাদ না-জানিয়ে পারা যায় না । এলাকার মানুষের খুবই উপকার হবে ।"

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details