জলপাইগুড়ি, 10 মে :রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষ্যে গরীব দুঃস্থদের জন্য দুপুরের আহারের ব্যবস্থা করলেন ওসি । 'পাশে আছি' প্রকল্পের নাম দিয়ে এলাকার দুঃস্থদের দুপুরের আহারের পাকাপাকি ব্যবস্থা করলেন জলপাইগুড়ি মালবাজার থানার ক্রান্তি ফাঁড়ির ওসি সুব্রত গুন (Jalpaiguri Rabindra Jayanti Celebrate)।
রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষ্যে ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল ৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পদ্মশ্রীপ্রাপ্ত করিমুল হক-সহ একালার গুণীজনরা । এদিনের আহারের মেনুতে ছিল ভাত, ডাল, স্যালাড, আলু ভাজা, সবজি, ডিমের কারি । সুব্রত গুন বলেন, "এলাকার মানুষের একবেলা আহারের ব্যবস্থা করা হয়েছে । গরীব ও দুঃস্থরা যাতে কখনোই পুলিশকে দূরে সরিয়ে না-দেয় এবং তাদের কাছাকাছি পৌঁছনোর জন্যই এই উদ্যোগ । আমরা আজ থেকে 50 জন মানুষের দুপুরের আহারের দায়িত্ব নিয়েছি । আস্তে আস্তে তা বাড়ানো হবে ।"