পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

BSF: দিনের বেলায় সীমান্তের কাঁটাতার কেটে গরু পাচারের অভিযোগ, বিএসএফের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন

সম্প্রতি জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকের সন্নাসীকাঁটা গ্রাম পঞ্চায়েতের গিরনগছ এলাকায় গরু পাচারের ঘটনা ঘটেছে বলে অভিযোগ ৷ এই জেলার ভারত-বাংলাদেশ সীমান্তের 195 নম্বর ব্যাটেলিয়ানের 6 ও 7 নং গেটের মাঝে কাঁটাতারের বেড়া কেটে গরু নিয়ে চলে যায় বাংলাদেশি দুষ্কৃতীরা ।

BSF
দিনের বেলায় কাঁটাতার কেটে গরু পাচারের অভিযোগ, বিএসএফের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন

By

Published : Nov 12, 2021, 9:54 PM IST

Updated : Nov 12, 2021, 10:24 PM IST

জলপাইগুড়ি, 12 নভেম্বর: সীমান্তের এপারে বাড়ছে বাংলাদেশি পাচারকারীদের উপদ্রব ৷ কখনও বিএসএফ-এর ওপর হামলা হচ্ছে। কখনও বা কাঁটাতারের বেড়া কেটে ভারতীয়দের গরু নিয়ে চলে যাচ্ছে বাংলাদেশি দুষ্কৃতীরা ৷0 এই পরিস্থিতিতে বিএসএফ'কে আরও কড়া পদক্ষেপ করার আর্জি জানাচ্ছেন জলপাইগুড়ির সীমান্তবর্তী এলাকায় বসবাসকারীরা। এইসব এলাকার বাসিন্দাদের অভিযোগ, বিএসএফ-এর কাজের এক্তিয়ার নিয়ে রাজ্য ও কেন্দ্রের দুই সরকারের ডামাডোল চলছে। ফলে বিএসএফ ঠিকমত কাজ করতে পারছে বলে অভিযোগ সীমান্তবর্তী এলাকার মানুষদের।

শুক্রবার ভোরেই কোচবিহারের সিতাইয়ে ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফ-এর গুলিতে মারা গিয়েছে তিন গরু পাচারকারী। সম্প্রতি জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকের সন্নাসীকাঁটা গ্রাম পঞ্চায়েতের গিরনগছ এলাকায় গরু পাচারের ঘটনা ঘটেছে বলে অভিযোগ ৷ এই জেলার ভারত-বাংলাদেশ সীমান্তের 195 নম্বর ব্যাটেলিয়ানের 6 ও 7 নং গেটের মাঝে কাঁটাতারের বেড়া কেটে গরু নিয়ে চলে যায় বাংলাদেশি দুষ্কৃতীরা। সেই ভিডিও সোস্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এখানকার স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বিএসএফ এই ঘটনা ধাপাচাপা দেওয়ার চেষ্টা করলেও দিনের বেলায় ঘটনা ঘটায় তা সম্ভব হয়নি ৷ তবে বর্তমানে ওই এলাকায় সাধারণ মানুষের যাতায়াতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বিএসএফ-এর পক্ষ থেকে।

দিনের বেলায় কাঁটাতার কেটে গরু পাচারের অভিযোগ, বিএসএফের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন

আরও পড়ুন : Smugglers Killed in BSF Firing : সিতাইয়ে বিএসএফের গুলিতে মৃত 3 গরুপাচারকারী

দিনের বেলায় দুষ্কৃতীরা দীর্ঘক্ষণ ধরে কাঁটাতারের বেড়া কেটে গরু নিয়ে চলে গেলেও বিএসএফ কিছুই করতে পারল না কেন, সেই প্রশ্ন উঠছে ৷ পাচার রুখতে ও বাংলাদেশের দুষ্কৃতীদের অত্যাচার বন্ধে বিএসএফকে আরও সক্রিয় হওয়ার দাবি জানিয়েছেন বাংলাদেশ সীমান্তবর্তী জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকের সন্নাসীকাঁটা গ্রামপঞ্চায়েতের গিরনগছ এলাকার মানুষ ৷ বিএসএফের এক্তিয়ার নিয়ে কেন্দ্র-রাজ্য বিবাদ বন্ধের অনুরোধও জানিয়েছেন তাঁরা ৷

রাজগঞ্জ বিধানসভার বিধায়ক খগেশ্বর রায় এপ্রসঙ্গে বলেন, "আমিও শুনেছি সন্নাসীকাঁটা এলাকায় কাঁটা তারের বেড়া কাটা হয়েছে। আমি খোঁজ নিয়ে বিষয়টি দেখব ৷ এটা পুরোপুরি কেন্দ্রীয় সরকারের অধীনে থাকা বিএসএফের বিষয়। যেভাবে দিনের বেলায় কাঁটাতারের বেড়া কেটে পাচারকারীরা গরু নিয়ে চলে গেল এর জন্য বিএসএফ দায়ী৷ তাদের গাফিলতি আছে ৷" তবে BSF-এর নর্থবেঙ্গল ফ্রন্টিয়ারের আইজি রবি গান্ধি জানান, যে ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো সন্নাসীকাটা এলাকার নয় ৷

Last Updated : Nov 12, 2021, 10:24 PM IST

ABOUT THE AUTHOR

...view details