পশ্চিমবঙ্গ

west bengal

কোয়ারান্টাইন ওয়ার্ডের বেহাল অবস্থা, ভিডিয়ো ভাইরাল সোশাল মিডিয়ায়

জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের কোয়ারান্টাইন ওয়ার্ডের বেহাল অবস্থার ভিডিয়ো ভাইরাল হল সোশাল মিডিয়ায়।অত্যন্ত নিম্নমানের খাবার দেবার অভিযোগ উঠল সদর হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে। কোয়ারান্টাইন ওয়ার্ডে চিকিৎসায় থাকা রোগীরা ওয়ার্ডের অবস্থার ভিডিয়ো তুলে ধরলেন সোশাল মিডিয়ায়।

By

Published : Apr 6, 2020, 5:32 PM IST

Published : Apr 6, 2020, 5:32 PM IST

quarantine
সুপার স্পেশালিটি হাসপাতাল

জলপাইগুড়ি,6 এপ্রিল:সুপার স্পেশালিটি হাসপাতালে কোয়ারান্টাইন ওয়ার্ডের বেহাল অবস্থা প্রকাশ্যে এলো। কাঠগড়ায় জলপাইগুড়ি সদর হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের খাবার খেলেন না কোয়ারান্টাইন ওয়ার্ডে থাকা রোগীরা। জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের কোয়ারান্টাইন ওয়ার্ডের বেহাল অবস্থার ভিডিয়ো ভাইরাল হল সোশাল মিডিয়ায়।অত্যন্ত নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগ উঠল সদর হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে। কোয়ারান্টাইন ওয়ার্ডে চিকিৎসায় থাকা রোগীরা ওয়ার্ডের অবস্থার ভিডিয়ো তুলে ধরলেন সোশাল মিডিয়ায়।

এর আগেই কোরোনা সংক্রমণে মৃতা সুনীতা দেবী সিং -এর পরিবার জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডের পরিষেবা ও দুর্দশা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। কোরোনা ভাইরাসের সংক্রমণে মৃতার পরিবার ফেসবুক লাইভ করে অভিযোগ জানিয়েছিলেন তাঁরা কোনও পরিষেবা পাচ্ছেন না। সংবাদ মাধ্যমে খবর হতেই নড়েচড়ে বসেছিল জেলা স্বাস্থ্য দপ্তর। অভিযোগ ছিল বিশুদ্ধ পানীয় জল,বাচ্চার দুধ কোনও কিছুই দেওয়া হচ্ছিল না।এরপর ফের কোয়ারান্টাইন ওয়ার্ডের বেহাল অবস্থার,নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগ এনে সোশাল মিডিয়ার মাধ্যমে সংবাদ মাধ্যমে তুলে ধরলেন কোয়ারান্টাইন ওয়ার্ডে থাকা চিকিৎসাধীন রোগীরা।

কোয়ারান্টাইন ওয়ার্ডে থাকা রোগীদের অভিযোগ একই খাবার তাঁদের প্রতিদিন দেওয়া হচ্ছে। অত্যন্ত নিম্নমানের খাবার দেওয়া হচ্ছে। তাঁদের কোয়ারান্টাইন ওয়ার্ডে সাফাই হচ্ছে না।যে সমস্ত বেডে থাকা রোগীরা সুস্থ হয়ে বাড়ি চলে গিয়েছেন সেই বেড গুলো পরিস্কার করা হয়নি। বিশুদ্ধ পানীয় জলও দেওয়া হচ্ছে না বলে অভিযোগ। শৌচাগার পরিস্কার করা হচ্ছে না।বাথরুমে রক্ত পরে রয়েছে । বহুদিন কোনও সাফাই করা হয়নি বলে অভিযোগ ।
সদর হাসপাতাল সুপার ডাঃ গয়ারাম নস্কর বলেন তিনি খোঁজ নিয়ে দেখবেন।

ABOUT THE AUTHOR

...view details