ধূপগুড়ি, 7 মে :আগামিকাল আর্ন্তজাতিক মাতৃদিবস ৷ আর মাতৃদিবসকে কেন্দ্র করে জলপাইগুড়ি জেলাতে এক অভিনব উদ্যোগ নেওয়া হল ৷ ধূপগুড়ি ব্লকের বারোঘরিয়া বটতলী স্বর্ণময়ী প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে 'মা পুজো' অনুষ্ঠিত হয় (puja perform in dhupguri On occasion of Mother's Day) ।
মূলত বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক জয় বসাক এই উদ্যোগের দায়িত্ব নেন। প্রায় দু'শো জন ছাত্র-ছাত্রী ও তাদের মাকে নিয়ে এই অনুষ্ঠান পালন হয়। শনিবার পড়ুয়ারা তাদের মায়েদের পা ধুইয়ে- মুছিয়ে মুখে মিষ্টান্ন তুলে দেয়। বাচ্চারা মায়েদের মুখে মিষ্টান্ন তুলে দেওয়ার পর মায়েরা তাঁর সন্তানের মুখে মিষ্টান্ন তুলে দেন। পাশাপাশি মায়ের পায়ে প্রণাম করে ভবিষ্যত জীবনে মা, বাবার আনুগত্য এবং দেখাশোনার দায়িত্বভার নিয়ে প্রতিজ্ঞাবদ্ধ হয় তারা ।
দীর্ঘদিন থেকেই এই স্কুল ভারপ্রাপ্ত শিক্ষক জয় বসাকের হাত ধরে বহু সুনাম কুড়িয়েছে। শিক্ষারত্ন সম্মানে ভূষিত বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক, ছাত্র-ছাত্রী এবং স্কুলের শিক্ষকদের নিয়ে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠান ও স্কুলের সুন্দর পরিবেশ গড়ে তুলেছে ৷ যার কারণে সার্টিফিকেট অফ এপ্রিসিয়েশন, জেলার সেরা শিরোপা অর্জন করে এই বিদ্যালয়। এ দিনের ভিন্ন ধরনের অনুষ্ঠানে স্বাদ পেয়ে গ্রামাঞ্চল এলাকার মায়েরাও যেমন খুশি তেমনি ছাত্র-ছাত্রী কচিকাঁচারাও যথেষ্ট খুশি।
আরও পড়ুন :আড়াই বছর বন্ধ ভুটান গেট ! চামুর্চিতে বিপাকে ব্যবসায়ীরা