পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

জলপাইগুড়িতে কেন্দ্রের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল তৃণমূলের - Jalpaiguri news

জলপাইগুড়ি তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কিষাণ কল্যানীর নেতৃত্বে আজ বিকেলে সমাজপাড়া মোড় থেকে প্রতিবাদ মিছিলটি শুরু হয় । মিছিলের অগ্রভাগে ছিলেন যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সৈকত চট্টোপাধ্যায়, ছাত্রপরিষদ সভাপতি অভিজিৎ সিনহা, SJDA-এর চেয়ারম্যান বিজয় চন্দ্র বর্মন-সহ তৃণমূলের প্রথম সারির নেতারা ।

Jalpaiguri news
Jalpaiguri news

By

Published : Sep 14, 2020, 7:50 PM IST

জলপাইগুড়ি, 14 সেপ্টেম্বর : কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতি ও বঞ্চনার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচী পালন করল তৃণমূল কংগ্রেস । আজ জলপাইগুড়ি সমাজ পাড়া মোড়ে বিক্ষোভ কর্মসূচীর আয়োজন করা হয় শহর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে । বিক্ষোভ সমাবেশের আগে বিরাট মিছিল শহর পরিক্রমা করে।

জলপাইগুড়ি তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কিষাণ কল্যানীর নেতৃত্বে আজ বিকেলে সমাজপাড়া মোড় থেকে প্রতিবাদ মিছিলটি শুরু হয় । মিছিলের অগ্রভাগে ছিলেন যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সৈকত চট্টোপাধ্যায়, ছাত্রপরিষদ সভাপতি অভিজিৎ সিনহা, SJDA-এর চেয়ারম্যান বিজয় চন্দ্র বর্মন-সহ তৃণমূলের প্রথম সারির নেতারা । সমাজপাড়া IMA ময়দান থেকে মিছিলটি বের হয় মার্চেন্ট রোড হয়ে বেগুনটারি, কদমতলা হয়ে গোটা শহর পরিক্রমা করে । এই বিরাট মিছিলের ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয় । শহরের মার্চেন্ট রোড অবরুদ্ধ হয়ে পড়ে । এরপর সমাজপাড়া মোড়ে বিক্ষোভ সমাবেশ করেন তৃণমূল কংগ্রেসের নেতারা।

জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কিষাণ কল্যানী অভিযোগ, কেন্দ্রের সরকার ভাওতা দিয়ে সরকার চালাচ্ছে । জনবিরোধী সরকার ও বঞ্চনার প্রতিবাদে আমরা আজ রাজপথে নেমেছি । কেন্দ্র সরকারের প্রতিবাদে আমরা পৌরসভার 25টি ওয়ার্ডের কর্মীরা মিছিল করলাম । আজ কেন্দ্র সরকারের জনবিরোধী নীতির জন্য সাধারণ মানুষ ভুগছেন । নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশ ছোয়া । তাই আমাদের এই প্রতিবাদ ।

ABOUT THE AUTHOR

...view details