পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

তালা মেরে জলপাইগুড়ি সেন্ট্রাল জেলে বন্দীদের বিক্ষোভ

বিরাট পুলিশ বাহিনী নিয়ে জলপাইগুড়ি সেন্ট্রাল জেলে ছুটে যান পুলিশ সুপার অভিষেক মোদি । জলপাইগুড়ি পুলিশ লাইন, ময়নাগুড়ি, মালবাজার, শিলিগুড়ি থেকে কয়েকশো পুলিশ কর্মীকে নিয়ে আসা হয় । যদিও বন্দীদের কাছে কেউ পৌঁছাতে পারেননি । কারণ ভেতর থেকে গেটে তালা মেরে দিয়ে তাণ্ডব চালায় বন্দীরা ।

তালা মেরে জলপাইগুড়ি সেন্ট্রাল জেলে বন্দীদের বিক্ষোভ
তালা মেরে জলপাইগুড়ি সেন্ট্রাল জেলে বন্দীদের বিক্ষোভ

By

Published : Apr 19, 2020, 12:09 AM IST

জলপাইগুড়ি, 18 এপ্রিল: বাইরে অজস্র পুলিশ । গেটের বাইরে দাঁড়িয়ে দুই অতিরিক্ত পুলিশ সুপার এবং 4 DSP । তা সত্ত্বেও ছয় ঘণ্টা পরও জলপাইগুড়ি সেন্ট্রাল জেলের ভেতর ঢুকতে পারল না পুলিশ সুপার । ভেতর থেকে তালা মেরে রেখে রীতিমতো তাণ্ডব চালাল বন্দীরা ।

জামিনে মুক্তির দাবিতে শনিবার সকাল থেকেই জলপাইগুড়ি সেন্ট্রাল জেলের বিচারাধীন বন্দীরা বিক্ষোভ দেখাতে শুরু করে । প্রথমে তারা জেলের ভেতরের ফুলবাগান নষ্ট করে দেয় । ছোটো ছোটো আমগাছ উপড়ে ফেলে দেয় । এমনকী নতুন ক্যাম্পাসে ঢোকার রাস্তার দুধারে সাজিয়ে রাখা ইট তুলে টুকরো করে জেল কর্মীদের উপর ছুড়তে থাকে । এই কার্যকলাপ জেল কর্তৃপক্ষ যাতে দেখতে না পায় তার জন্য 6টি CCTV ভেঙে দেওয়া হয় । ছয়জন জেল কর্মী আটকেও রাখা হয় । এরপর হ্যান্ড মাইক দিয়ে নিজেদের দাবি দাওয়া পুলিশকে জানায় তারা । পুলিশ এই দাবি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠানোর আশ্বাস দেওয়ার পরই পরিস্থিতি শান্ত হয় ।

বাইরে দাঁড়িয়ে পুলিশ

এই বিষয়ে জলপাইগুড়ি সেন্ট্রাল জেলের চিফ ডিসিপ্লিন অফিসার অসীম আচার্য বলেন, "নতুন 8টি ওয়ার্ডের 217 জন NDPS কেস ও পকসো কেসের 75 জন বিচারাধীন বন্দী রয়েছে । তারাই মূলত জামিনের জন্য বিক্ষোভ শুরু করে । জেল কর্মীদের ইট ছোড়া হয় । জেলের 1277 জন আবাসিকের মধ্যে 30-40 জন এই ঝামেলা করেছে ।"

আজ বিরাট পুলিশ বাহিনী নিয়ে জলপাইগুড়ি সেন্ট্রাল জেলে ছুটে যান পুলিশ সুপার অভিষেক মোদি । পাঁচ ঘণ্টা তিনি জেলের ভেতরেই ছিলেন । জলপাইগুড়ি পুলিশ লাইন, ময়নাগুড়ি, মালবাজার, শিলিগুড়ি থেকে কয়েকশো পুলিশ কর্মীকে নিয়ে আসা হয় । যদিও বন্দীদের কাছে কেউ পৌঁছাতে পারেননি । কারণ ভেতর থেকে গেটে তালা মেরে দিয়ে তাণ্ডব চালায় বন্দীরা । পুলিশ সুপার অভিষেক মোদি জানান, "পরিস্থিতি শান্ত রয়েছে । বন্দীদের কিছু দাবি ছিল যা জেল কর্তৃপক্ষ ঊর্ধ্বতন বিভাগকে পাঠাবে । গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে ।"

এদিকে কারা বিভাগের AIG (উত্তরবঙ্গ) বিপ্লব দাশগুপ্ত বলেন, "পরিস্থিতি শান্ত হয়েছে । আপাতত কোনও সমস্যা নেই । বন্দীরা সিসিটিভি ভেঙেছে । অনেক গাছও নষ্ট করেছে ।"

ABOUT THE AUTHOR

...view details