জলপাইগুড়ি, 14 জানুয়ারি : ইঞ্জিনের ট্রাকশন মোটর খুলে যাওয়াতেই নাকি বিপত্তি ৷ বিকানের-গুয়াহাটি এক্সপ্রেস দুর্ঘটনার (Bikaner-Guwahati Express Accident ) প্রাথমিক কারণ হিসেবে এই তথ্যই উঠে আসছে ৷ তদন্তকারীরা এখনও পর্যন্ত এই দুর্ঘটনার পিছনে ট্রেন চালকের গাফিলতি দেখেননি ৷ যদিও আহতদের একটি পরিবার মনে করছে, চালকের গাফিলতিই এর মূল কারণ ৷ আর তাতেই ময়নাগুড়ি জিআরপি থানায় দুর্ঘটনাগ্রস্ত ট্রেনটির চালক প্রদীপ কুমারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন কোচবিহারের আহতদের পরিবারের এক সদস্য ৷
কোচবিহার জেলার পুন্ডিবাড়ি থানা এলাকার মধুপুরধামের বাসিন্দা উত্তর রায় ও তাঁর পরিবার ওই দুর্ঘটনাগ্রস্ত ট্রেনটিতে ছিল ৷ পরিবারের সকলেই অল্পবিস্তর আহত হয়েছেন ৷ এই মুহূর্তে তাঁরা ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন ৷ দুর্ঘটনার 24 ঘণ্টা পর ওই ব্যক্তি ময়নাগুড়ি জিআরপি থানায় চালকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় (primary investigation report of Bikaner Guwahati Express Accident)৷ তাঁর মতে, চালক প্রদীপ রায়ের গাফিলতির কারণেই এতবড় দুর্ঘটনা ঘটেছে ৷ এমনটাই জানিয়েছেন ময়নাগুড়ি জিআরপি থানার ওসি হরিদাস মোদক ৷