জলপাইগুড়ি, 4 মার্চ: দাম পাচ্ছেন না, তাই মাথায় হাত আলু চাষীদের ৷ বিঘার পর বিঘা জমিতে পরে রয়েছে আলু ৷ আর গরম যত বাড়ছে, তত চিন্তা বাড়ছে চাষীদের ৷ কারণ, গরমে মাঠে পড়ে থাকলে আলু পচে যাওয়ার সম্ভাবনা রয়েছে ৷ আর সরকারেরও এ নিয়ে কোনও ভ্রুক্ষেপ নেই বলে অভিযোগ কৃষকদের ৷ অভিযোগ করছেন আলু মাঠ থেকে তুলে হিমঘরে রাখার মতো দাম পাচ্ছেন না তাঁরা (Potato Farmers Face Loss for low Market Price) ৷ মহাজনদের কাছ থেকে ঋণ নিয়ে আলু চাষ করে এবার বিপাকে আলুচাষীরা ৷
এই অবস্থায় কী করবেন, তা নিয়ে দিশেহারা কৃষকরা ৷ জলপাইগুড়ি জেলায় এবার প্রায় 34 হাজার হেক্টর জমিতে আলু চাষ হয়েছে ৷ 2021 সালে প্রায় 30 হাজার হেক্টর ও 2022 সালে 32 হাজার হেক্টর জমিতে আলু চাষ করেছিলেন কৃষকরা ৷ এবারেই সর্বাধিক প্রায় 34 হাজার হেক্টর জমিতে আলু চাষ হয়েছে ৷ জেলার রাজগঞ্জ, ময়নাগুড়ি, মালবাজার ও ধূপগুড়ি ব্লকে বেশি আলু চাষ হয়ে থাকে ৷ যার মধ্যে ময়নাগুড়ি, রাজগঞ্জ ও সদর ব্লকের কেবলমাত্র তিস্তা নদীর চরে আলু চাষের পরিমাণ সবচেয়ে বেশি ৷
এই বছর প্রতি গাড়ি আলু দাম যাচ্ছে 30 হাজার টাকা ৷ গত বছর এক ট্রাক আলুর দাম ছিল 1 লক্ষ থেকে 1 লক্ষ 30 হাজার টাকা ৷ তিস্তার চরে প্রায় 5 হাজার বিঘা জমিতে আলু চাষ হয়েছে ৷ আলু চাষীদের কাছ থেকে জানা গেছে, প্রতি বিঘা জমিতে আলু চাষ করতে 20-25 হাজার টাকা খরচ হয় ৷ চাষের জমি থেকে হাইওয়ে পর্যন্ত ট্রাক্টরে আলু বয়ে নিয়ে যেতে 13 টাকা প্রতি বস্তা খরচ পড়ে ৷ এমনকি মাঠ থেকে আলু তুলে আনতেও বস্তা প্রতি একটা বড় অংকের টাকা খরচ হয় ৷ এরপর রয়েছে হিমঘরে ঢোকানোর খরচ ৷ ফলে আলুর দাম পড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন কৃষকরা ৷