জলপাইগুড়ি, ৮ ফেব্রুয়ারি : আজ জলপাইগুড়িতে অস্থায়ী সার্কিট বেঞ্চের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাজ্যকে এড়িয়ে তড়িঘড়ি সার্কিট বেঞ্চ উদ্বোধনের অভিযোগ তুলে সরব হয়েছে তৃণমূল। এরইমাঝে আজ সকালে জলপাইগুড়িতে মোদির বিরুদ্ধে বেশ কিছু পোস্টার পড়েছে। তাতে লেখা 'গো ব্যাক মোদি'। পোস্টারের নিচে অবশ্য তৃণমূলের নাম নেই। জলপাইগুড়ির জনগণের তরফে পোস্টার বলে লেখা।
দু'দিন আগে জলপাইগুড়িতে অস্থায়ী সার্কিট বেঞ্চের জন্য কেন্দ্র অনুমোদন দেয়। তাতে স্বাক্ষর করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এরপরই কেন্দ্রের তরফে জানিয়ে দেওয়া হয়, আজ ময়নাগুড়ির মঞ্চ থেকে উদ্বোধন হবে বহু প্রতীক্ষিত অস্থায়ী সার্কিট বেঞ্চ।