পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

'গো ব্যাক মোদি', পোস্টার জলপাইগুড়িতে - নরেন্দ্র মোদি

জলপাইগুড়িতে মোদির সভার আগে "গো ব্যাক মোদি" পোস্টার। জলপাইগুড়ির জনগণের তরফে পোস্টার বলে লেখা।

go back modi

By

Published : Feb 8, 2019, 11:37 AM IST

জলপাইগুড়ি, ৮ ফেব্রুয়ারি : আজ জলপাইগুড়িতে অস্থায়ী সার্কিট বেঞ্চের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাজ্যকে এড়িয়ে তড়িঘড়ি সার্কিট বেঞ্চ উদ্বোধনের অভিযোগ তুলে সরব হয়েছে তৃণমূল। এরইমাঝে আজ সকালে জলপাইগুড়িতে মোদির বিরুদ্ধে বেশ কিছু পোস্টার পড়েছে। তাতে লেখা 'গো ব্যাক মোদি'। পোস্টারের নিচে অবশ্য তৃণমূলের নাম নেই। জলপাইগুড়ির জনগণের তরফে পোস্টার বলে লেখা।

দু'দিন আগে জলপাইগুড়িতে অস্থায়ী সার্কিট বেঞ্চের জন্য কেন্দ্র অনুমোদন দেয়। তাতে স্বাক্ষর করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এরপরই কেন্দ্রের তরফে জানিয়ে দেওয়া হয়, আজ ময়নাগুড়ির মঞ্চ থেকে উদ্বোধন হবে বহু প্রতীক্ষিত অস্থায়ী সার্কিট বেঞ্চ।

রাজ্যের তরফে আগ্রহ দেখিয়ে 8 কোটি টাকা খরচ করে জলপাইগুড়ির ডাকবাংলোতে তৈরি করা হয়েছে অস্থায়ী সার্কিট বেঞ্চ। প্রথমে গতবছরের অগাস্টে উদ্বোধনের দিন ঠিক হয়। মুখ্যমন্ত্রী আসবেন বলেও ঠিক ছিল। কিন্তু কেন্দ্র জানায়, অস্থায়ী বেঞ্চের আওতাভুক্ত এলাকা নিয়ে রাজ্যের নোটিফিকেশনে কিছু ভুল ছিল। ফলে সেই সময় সার্কিট বেঞ্চ উদ্বোধন পিছিয়ে যায়। আজ তা উদ্বোধন হবে।

তৃণমূলের অভিযোগ, তাদের এড়াতেই এভাবে আচমকা উদ্বোধন হচ্ছে। বিচারপতিরাও আসছেন না। ফলে সবটাই রাজনীতি তা লোক বুঝতে পারছে। গো ব্যাক পোস্টার নিয়ে স্থানীয় তৃণমূল নেতৃত্ব বলে, জনগণ বিরক্ত হয়ে মোদি গো ব্যাক লিখে পোস্টার টাঙিয়ে থাকতে পারে।

ABOUT THE AUTHOR

...view details