পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পরিযায়ী শ্রমিকদের মাংস-ভাত খাওয়াল রাজগঞ্জ থানার পুলিশ - lockdown

রাজগঞ্জ থানার পুলিশ ও স্থানীয় ক্লাবের উদ্যোগে শিলিগুড়ি গামী ২৭ নং জাতীয় সড়কের ধারে নাকা চেকিংয়ের পর পরিযায়ী শ্রমিকদের হাতে খাবার তুলে দিলেন রাজগঞ্জ থানার পুলিশকর্মীরা । খাবার পেয়ে আপ্লুত শ্রমিকরা ।

Policemen feed migrant labors
পরিযায়ী শ্রমিকদের খাওয়াল পুলিশ

By

Published : May 31, 2020, 12:06 PM IST

জলপাইগুড়ি, 31 মে : লকডাউনের মধ্যে ভিন রাজ্য থেকে হাজার হাজার পরিযায়ী শ্রমিক বাড়ি ফিরছেন । প্রতিদিনই সামনে আসছে নানা করুণ চিত্রও । এরই মাঝে মানবিক ভূমিকায় দেখা গেল রাজগঞ্জ থানার পুলিশকে । জাতীয় সড়কে নাকা চেকিংয়ের সময় পরিযায়ী শ্রমিকদের মাংস-ভাত খাওয়ালেন রাজগঞ্জ থানার পুলিশকর্মীরা ।

মাংস-ভাত পেয়ে বেজায় খুশি পরিযায়ী শ্রমিকরা । এতদিন মাংস-ভাত তো দূর, লকডাউনের মাঝে ঠিকমতো খাওয়ারই সুযোগ হয়নি । রাজগঞ্জ থানার পুলিশ ও স্থানীয় ক্লাবের উদ্যোগে পরিযায়ী শ্রমিকদের মাংস-ভাত খাওয়ানো হয় । খাবার পেয়ে আপ্লুত শ্রমিকরা । শিলিগুড়িগামী 27 নং জাতীয় সড়কের ধারে নাকা চেকিংয়ের পর পরিযায়ী শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষা করা হয় এবং তাদের খাদ্য বিতরণ করা হয় ।

রাজগঞ্জের CI দীপোজ্জ্বল ভৌমিক জানান, "আমরা প্রতিদিনই খাবারের ব্যবস্থা করে চলেছি । আমাদের সাহায্যের জন্য এগিয়ে এসেছেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় ও 'আমরা সবাই স্পোর্টিং ক্লাব'-এর সদস্যরা । আজ প্রায় 200 জন শ্রমিককে ভাত, সবজি আর মাংস খাওয়াতে পেরেছি ।"

অন্যদিকে, রাজগঞ্জ থানার উদ্যোগে ও স্থানীয় কিছু সহৃদয় ব্যক্তির চেষ্টায় মাঝিয়ালী গ্রাম পঞ্চায়েতের 700 জন অসহায় মানুষদের 5 কেজি করে চাল, ডাল, আলু, সয়াবিন ইত্যাদি খাদ্য সামগ্রী বিতরণ করা হয় । উপস্থিত ছিলেন বিধায়ক খগেশ্বর রায়, রাজগঞ্জের CI দীপোজ্জ্বল ভৌমিক, রাজগঞ্জ থানার OC খেশাং লামা । এদিন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় বলেন, "পুলিশ যেভাবে সাধারণ মানুষের জন্য কাজ করছে, তাকে ধন্যবাদ না জানিয়ে পারা যায় না ।"

ABOUT THE AUTHOR

...view details