পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ধূপগুড়িতে শৌচালয় কোয়ারেন্টাইনে থাকা যুবককে সেফ হোমে পাঠাল পুলিশ - Covid-19

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পুরসভার 9 নম্বর ওয়ার্ডের ধনতলা পাড়া এলাকায় এক যুবক শরীরের করোনা উপসর্গ দেখা দিলে করোনা পরীক্ষা করান । এরপর বৃহস্পতিবার তাঁর করোনা রিপোর্ট পজিটিভ আসে ।

ধূপগুড়িতে শৌচালয় কোয়ারেন্টাইনে থাকা যুবককে সেফ হোমে পাঠাল পুলিশ
ধূপগুড়িতে শৌচালয় কোয়ারেন্টাইনে থাকা যুবককে সেফ হোমে পাঠাল পুলিশ

By

Published : May 10, 2021, 5:28 PM IST

ধূপগুড়ি, 10 মে : বাড়ির শৌচালয়ে দিন কাটাচ্ছিলেন করোনা আক্রান্ত এক ব্যক্তি । এমনই এক চিত্র দেখা যায় ধূপগুড়ি শহরের 9 নম্বর ওয়ার্ডের ধনতলা পাড়া এলাকায় । সেই খবর সামনে আসতেই সক্রিয় হয় প্রশাসন ৷ তার পর ওই যুবককে পাঠানো হয় সেফ হোমে ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পুরসভার 9 নম্বর ওয়ার্ডের ধনতলা পাড়া এলাকায় এক যুবক শরীরের করোনা উপসর্গ দেখা দিলে করোনা পরীক্ষা করান । এরপর বৃহস্পতিবার তাঁর করোনা রিপোর্ট পজিটিভ আসে । যুবকটি ময়নাগুড়িতে একটি বেসরকারি ব্যাংকের লোন বিভাগের কাজ করেন । রিপোর্ট পজিটিভ আসতেই তিনি নিজেই বাড়ির শৌচালয়ের থাকা শুরু করেন । কারণ, তাঁর বাড়িতে একটি মাত্র ঘর থাকার জন্য ৷ বাড়িতে তাঁর স্ত্রী গভবর্তী অবস্থায় রয়েছেন, সে জন্য তিনি নিজেকে আলাদা জায়গায় রেখেছে ।

ধূপগুড়িতে শৌচালয় কোয়ারেন্টাইনে থাকা যুবককে সেফ হোমে পাঠাল পুলিশ

এই বিষয়ে পুরসভার ভাইস চেয়ারম্যান রাজেশকুমার সিং বলেন, ‘‘করোনা আক্রান্ত যুবকটি প্রথম থেকেই আমাদের সঙ্গে কোনও যোগাযোগ করেনি । আমাদের ওয়ার্ড কাউন্সিলর-সহ কারও সঙ্গে কোনও যোগাযোগ করেননি ৷ যার জন্য এই সমস্যা । আমরা বিষয়টি জানাতে পেরে তাঁকে সেফ হোমে পাঠিয়েছি ।’’

আরও পড়ুন :সল্টলেকে মেট্রো প্রজেক্টে উঁচু থেকে পড়ে শ্রমিকের মৃত্যু, সেফটি বেল্ট না থাকার অভিযোগ

একই সঙ্গে তিনি জানান, সেফ হোমে পাঠানো নিয়ে সমস্যা সৃষ্টি হয় । তিনি সেফ হোমে যেতে অস্বীকার করেন ৷ পরবর্তীতে ধূপগুড়ি থানার পুলিশ পৌঁছে যুবককে সেফ হোমে পাঠায় ৷

ABOUT THE AUTHOR

...view details