ধূপগুড়ি, 10 মে : বাড়ির শৌচালয়ে দিন কাটাচ্ছিলেন করোনা আক্রান্ত এক ব্যক্তি । এমনই এক চিত্র দেখা যায় ধূপগুড়ি শহরের 9 নম্বর ওয়ার্ডের ধনতলা পাড়া এলাকায় । সেই খবর সামনে আসতেই সক্রিয় হয় প্রশাসন ৷ তার পর ওই যুবককে পাঠানো হয় সেফ হোমে ৷
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পুরসভার 9 নম্বর ওয়ার্ডের ধনতলা পাড়া এলাকায় এক যুবক শরীরের করোনা উপসর্গ দেখা দিলে করোনা পরীক্ষা করান । এরপর বৃহস্পতিবার তাঁর করোনা রিপোর্ট পজিটিভ আসে । যুবকটি ময়নাগুড়িতে একটি বেসরকারি ব্যাংকের লোন বিভাগের কাজ করেন । রিপোর্ট পজিটিভ আসতেই তিনি নিজেই বাড়ির শৌচালয়ের থাকা শুরু করেন । কারণ, তাঁর বাড়িতে একটি মাত্র ঘর থাকার জন্য ৷ বাড়িতে তাঁর স্ত্রী গভবর্তী অবস্থায় রয়েছেন, সে জন্য তিনি নিজেকে আলাদা জায়গায় রেখেছে ।