পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কোরোনা পরিস্থিতিতে কীভাবে হবে পুজো ? জলপাইগুড়িতে কমিটিগুলির সঙ্গে বৈঠক প্রশাসনের - কোরোনা পরিস্থিতিতে জলপাইগুড়ির দুর্গাপুজো

জলপাইগুড়ির অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ মণ্ডল পুজো কমিটির সদস্যদের বলেন, "পুজোর প্যান্ডেল চারিদিক খোলা রাখতে হবে । পুজো কমিটিগুলোকে স্যানিটাইজ়ার, মাস্ক রাখতে হবে । স্বল্প বাজেটের মধ্যেও মাস্ক রাখতে হবে ।"

Jalpaiguri
Jalpaiguri

By

Published : Oct 6, 2020, 4:24 PM IST

জলপাইগুড়ি, 6 অক্টোবর : দুর্গাপুজা উপলক্ষে পুজো কমিটিগুলোকে নিয়ে বৈঠক করলেন জেলা পুলিশ-প্রশাসনের কর্তারা । জলপাইগুড়ি পৌরসভার প্রয়াস হলে বৈঠকে যোগ দেন পৌরসভার প্রশাসক ও প্রশাসক বোর্ডের সদস্যরা । ছিলেন জলপাইগুড়ির অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ মণ্ডল, DSP হেড কোয়ার্টার প্রদীপ সরকার, DSP ট্র‍্যাফিক মলয় দাস, IC বিপুল সিংহ, পৌরসভার চেয়ারপার্সন পাপিয়া পাল, সদর মহকুমাশাসক রঞ্জন দাস, বিদ্যুৎ ও দমকলের প্রতিনিধি ও অন্যরা।

জলপাইগুড়ির অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ মণ্ডল পুজো কমিটির সদস্যদের বলেন, "পুজোর প্যান্ডেল চারিদিক খোলা রাখতে হবে । পুজো কমিটিগুলোকে স্যানিটাইজ়ার, মাস্ক রাখতে হবে । স্বল্প বাজেটের মধ্যেও মাস্ক রাখতে হবে । একসঙ্গে দাঁড়িয়ে অঞ্জলি দেওয়া যাবে না । ফুল অনেক জায়গায় রাখতে হবে । সিঁদুর খেলা দুই থেকে তিনটে গ্রুপে করতে হবে ।"

এছাড়াও পুজো কমিটিগুলোকে পুরস্কার দেওয়ার সময় বেঁধে দেওয়া হয়েছে । সকাল 10 টা থেকে বিকেল 3 টার মধ্যে পুরস্কার দিতে হবে । প্যান্ডেলের প্রবেশ ও বাইরের যাওয়ার পথ আলাদা রাখারও নির্দেশ দেওয়া হয় । খুব বেশি লোকের সমাগম যাতে না হয় সেদিকে নজর রেখেই পুজো কমিটিগুলোকে উদ্বোধন করার নির্দেশ দেওয়া হয় ।

বিসর্জনের ক্ষেত্রেও বেশ কিছু নিয়ম বেঁধে দেওয়া হয়েছে । বিসর্জনের ক্ষেত্রে কোনও শোভাযাত্রা করা যাবে না । বিসর্জনের অনুমতি নিতে হবে প্রশাসনের থেকে । বিসর্জনের জন্য চারদিন ধার্য করা হয়েছে । অপরদিকে পুজো মণ্ডপগুলো দুবার স্যানিটাইজ় করার অনুরোধ করা হয় পুলিশের পক্ষ থেকে । পুজো মণ্ডপ চত্বরে খাবারের দোকান বা বিনোদনের কিছু রাখা যাবে না ।

DSP ট্রাফিক মলয় দাস বলেন, "পুজোর আগে ট্রাফিক নিয়ন্ত্রণ করা হবে । শনিমন্দির গীতা ফ্যাশন,গৌরীয় মোড়, কদমতলা মোড়ে ট্রাফিক নিয়ন্ত্রণ করা হবে ।টোটো ও চার চাকার গাড়ি বিকেল 5টা থেকে চলবে না ।" দমকল আধিকারিক রাহুল মণ্ডল বলেন, "আমরা দমকলকেন্দ্র থেকে স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ দেব যাতে যেকোনও পরিস্থিতির তাঁরা মোকাবিলা করতে পারে । "

ABOUT THE AUTHOR

...view details