জলপাইগুড়ি, 26 জুন: একের পর এক ATM লুটের ঘটনা নজরে এসেছে জলপাইগুড়িতে । নিরাপত্তায় গাফিলতির কারণে ATM-এ লুটপাটের ঘটনা চলছে বলে মনে করছে পুলিশ । ATM কাউন্টারগুলিতে নিরাপত্তা বাড়ানোর জন্য আজ বিভিন্ন ব্যাঙ্ক কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন জলপাইগুড়ি থানার IC । বৈঠকে উপস্থিত ছিলেন ব্যাঙ্ক আধিকারিকরা ।
ATM-নজরদারি বাড়াতে ব্যঙ্ক কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক পুলিশের - news of jalpaiguri
জলপাইগুড়িতে সম্প্রতি বেশকিছু ATM-এ হামলা চালায় দুষ্কৃতীরা । ATMগুলিতে নিরাপত্তা বাড়ানোর জন্য ব্যাঙ্ক আধিকারিকদের সঙ্গে বৈঠক করলেন কোতোয়ালি থানার IC।
অনেক ATM-এই নিরাপত্তারক্ষী মোতায়েন থাকেন না । নিরাপত্তারক্ষীবিহীন ATMগুলিকেই নিশানা করে দুষ্কৃতীরা । এই অবস্থায় ATMগুলির নিরাপত্তা নিয়ে আসরে নামল পুলিশ । লুটের ঘটনা রুখতে আজ থানার পুলিশ 20টি ব্যাঙ্কের প্রতিনিধিদের নিয়ে বৈঠক করে । বেশ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়েছে বৈঠকে । নিরাপত্তা সুনিশ্চিত করতে ATMগুলিতে অবশ্যই নিরাপত্তারক্ষী বহাল রাখার নির্দেশ দেওয়া হয়েছে ব্যাঙ্কগুলিকে । একান্ত কোনও ATM-এ নিরাপত্তারক্ষী না থাকলে রাতে সেই কাউন্টার বন্ধ রাখতে বলা হয়েছে । লুট রুখতে ATM-এ সেফটি অ্যালার্মের ব্যবস্থা করতে হবে । অনেক ATM কাউন্টারেই CCTV অচল । সেই ক্যামেরাগুলি সচল রাখার নির্দেশ দেওয়া হয়েছে ব্যাঙ্ক আধিকারিকদের ।
সম্প্রতি জলপাইগুড়ি শহর ও শহর সংলগ্ন তিনটি ATM কাউন্টারে লুট চালায় দুষ্কৃতীরা । গ্যাস কাটার দিয়ে কাটা হয় ATM মেশিন । ঘটনায় ইতিমধ্যেই বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করেছে জেলা পুলিশ । জলপাইগুড়ি থানার IC বিশ্বাশ্রয় সরকার বলেন, "জলপাইগুড়ি শহর ও শহর সংলগ্ন ATMগুলির নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে আজ ব্যাঙ্ক আধিকারিকদের সঙ্গে বৈঠক হয়েছে ।"