জলপাইগুড়ি, 4 জুলাই : জলপাইগুড়ি বিভাগীয় কমিশনারের অফিসের সামনে পড়ে থাকতে দেখা গেল এক পুলিশকর্মীকে । নাম তপন রায় । তিনি মদ্যপান করেছিলেন । মত্ত অবস্থায় তাঁকে কমিশনারের অফিসের সামনে পড়ে থাকতে দেখা যায় । ওই অবস্থায় পড়ে থাকতে দেখে ভিড় জমান স্থানীয়রা । পরে জেলাশাসকের দপ্তরের ভেতরে নিয়ে যাওয়া হয় ।
পরনে ইউনিফর্ম, ডিউটি টাইমেই মত্ত পুলিশকর্মী ! - alcohol
বিভাগীয় কমিশনারের অফিসের সামনে ইউনিফর্ম পরে পড়ে থাকতে দেখা গেল এক পুলিশকর্মীকে । অভিযোগ, তিনি মদ্য পান করেছিলেন । তাঁকে এই অবস্থায় দেখে ভিড় জমান স্থানীয়রা ।
তপন রায়
হরিমোহন দেবনাথ নামে এক পুলিশকর্মী বলেন, "গতকাল দুপুরে ডিউটিতে যোগ দেন জেলা পুলিশের হোমগার্ড তপন রায় । আমি দেখতে আসি উনি ডিউটিতে আছেন কি না । অন্য একজন বলেন খেতে গেছে । এরপরে দেখি বিভাগীয় কমিশনারের দপ্তরের গেটের সামনে পরে রয়েছেন । তারপর আমরা ধরে নিয়ে আসি জেলাশাসকের দপ্তরে ।"