পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Patha Bandhu : জলপাইগুড়িতে পথবন্ধুদের পরিচয়পত্র ও জ্যাকেট দিল পুলিশ - পথ বন্ধুদের পরিচয় পত্র ও জ্যাকেট দিল পুলিশ

পথ দুর্ঘটনা কমানো এবং দুর্ঘটনার কবলে পড়া মানুষদের জীবন বাঁচাতে উদ্যোগ নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তারই অংশ হিসেবে জেলায় জেলায় ‘পথবন্ধু' নিয়োগ করা হয়েছে ৷

Police gave identity cards and jackets to patha bandhu
Police gave identity cards and jackets to patha bandhu

By

Published : Sep 6, 2021, 6:49 PM IST

জলপাইগুড়ি, 6 সেপ্টেম্বর : জেলায় জাতীয় সড়ক বা রাজ্য সড়কে দুর্ঘটনা ঘটলে পুলিশ তৎক্ষণাৎ পৌঁছাতে পারে না । তাই আহতদের উদ্ধারে ঝাঁপিয়ে পড়েন ‘পথবন্ধু’রা । জেলার পথবন্ধুদের কাজের সুবিধার জন্য পরিচয়পত্র ও জ্যাকেট তুলে দিল জলপাইগুড়ি জেলা পুলিশ । জলপাইগুড়ি জেলায় তিন শতাধিক ‘পথবন্ধু’ রয়েছেন ৷ যাঁরা কোনও দুর্ঘটনা হলেই আহতদের উদ্ধারে ঝাঁপিয়ে পড়বেন ৷ প্রাথমিক চিকিৎসা দিয়ে সঙ্গে সঙ্গে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করবেন এই ‘পথবন্ধু’রাই ৷ পাশাপাশি পুলিশকেও দুর্ঘটনার খবর দেবেন তাঁরা ।

পথ দুর্ঘটনা কমানো এবং দুর্ঘটনার কবলে পড়া মানুষদের জীবন বাঁচাতে উদ্যোগ নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তারই অংশ হিসেবে জেলায় জেলায় 'পথবন্ধু' নিয়োগ করা হয়েছে ৷ যাঁরা ওই এলাকাতেই থাকেন, এলাকার পথঘাট সম্পর্কে ওয়াকিবহাল ৷ কিন্তু কাজ করতে গিয়ে অনেক সময়ই অসুবিধার মধ্যে পড়তে হয় 'পথবন্ধু'-দের ৷ স্থানীয়রা পরিচয় জানতে চান ৷ কিন্তু পরিচয়পত্র বা নির্দিষ্টি পোশাক না থাকায় অনেকেই বিশ্বাস করে উঠতে পারেন না ৷ সেই সমস্যার সমাধানেই আজ জলপাইগুড়িতে 'পথবন্ধু'-দের হাতে পরিচপত্র এবং জ্যাকেট তুলে দেওয়া হল ৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্ত ৷

তিনি বলেন, ‘‘জলপাইগুড়ি জেলায় পথবন্ধুদের কাজের সুবিধার জন্য পরিচয়পত্র ও জ্যাকেট দেওয়া হল । এরা অনেকদিন থেকেই কাজ করছেন । আমরাও তাঁদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি । ব্ল্যাক স্পট এলাকায় দুর্ঘটনা হলে 'পথবন্ধু'-রা যাতে সমস্যায় না পড়েন তাই তাঁদের পরিচয়পত্র ও জ্যাকেট দেওয়া হয়েছে । জিরো রোড অ্যাক্সিডেন্টই উদ্দেশ্য । তবে দুর্ঘটনাগ্রস্ত মানুষগুলি যাতে মারা না যান সেটাও নিশ্চিত করবেন এই ‘পথবন্ধু’রা । আমরা ময়নাগুড়িতে 'পথবন্ধু'দের জন্য একটা ঘর বানিয়েছি ৷ যেখানে তাঁরা বিশ্রাম নিতে পারবেন এবং কোনও দুর্ঘটনা ঘটলে উদ্ধার কাজ চালাবেন ।’’

‘পথবন্ধু'দের পরিচয় পত্র ও জ্যাকেট দিল পুলিশ

আরও পড়ুন : Covid Ward Chaos: বেতন মেলেনি, কোচবিহার মেডিক্যাল কলেজে কোভিড ওয়ার্ডে কাজ বন্ধ করে দিলেন কর্মীরা

পরিচয়পত্র পাওয়ার পর এক 'পথবন্ধু' বলেন, "আমরা অনেক দিন থেকে উদ্ধার কাজ করছি । কিন্তু স্থানীয় অনেক সময়ই পরিচয় জানতে চেয়ে প্রশ্ন করেন । এতদিন কোনও পরিচয়পত্র না থাকায় সমস্যায় পড়তাম । আজ আমরা পরিচয়পত্র পেলাম ৷ এতে কাজ করতে সুবিধা হবে । কাউকে জবাবদিহি করতে হবে না ।"

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details