জলপাইগুড়ি, 6 সেপ্টেম্বর : জেলায় জাতীয় সড়ক বা রাজ্য সড়কে দুর্ঘটনা ঘটলে পুলিশ তৎক্ষণাৎ পৌঁছাতে পারে না । তাই আহতদের উদ্ধারে ঝাঁপিয়ে পড়েন ‘পথবন্ধু’রা । জেলার পথবন্ধুদের কাজের সুবিধার জন্য পরিচয়পত্র ও জ্যাকেট তুলে দিল জলপাইগুড়ি জেলা পুলিশ । জলপাইগুড়ি জেলায় তিন শতাধিক ‘পথবন্ধু’ রয়েছেন ৷ যাঁরা কোনও দুর্ঘটনা হলেই আহতদের উদ্ধারে ঝাঁপিয়ে পড়বেন ৷ প্রাথমিক চিকিৎসা দিয়ে সঙ্গে সঙ্গে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করবেন এই ‘পথবন্ধু’রাই ৷ পাশাপাশি পুলিশকেও দুর্ঘটনার খবর দেবেন তাঁরা ।
পথ দুর্ঘটনা কমানো এবং দুর্ঘটনার কবলে পড়া মানুষদের জীবন বাঁচাতে উদ্যোগ নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তারই অংশ হিসেবে জেলায় জেলায় 'পথবন্ধু' নিয়োগ করা হয়েছে ৷ যাঁরা ওই এলাকাতেই থাকেন, এলাকার পথঘাট সম্পর্কে ওয়াকিবহাল ৷ কিন্তু কাজ করতে গিয়ে অনেক সময়ই অসুবিধার মধ্যে পড়তে হয় 'পথবন্ধু'-দের ৷ স্থানীয়রা পরিচয় জানতে চান ৷ কিন্তু পরিচয়পত্র বা নির্দিষ্টি পোশাক না থাকায় অনেকেই বিশ্বাস করে উঠতে পারেন না ৷ সেই সমস্যার সমাধানেই আজ জলপাইগুড়িতে 'পথবন্ধু'-দের হাতে পরিচপত্র এবং জ্যাকেট তুলে দেওয়া হল ৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্ত ৷