পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Police Constable Unnatural Death: দার্জিলিংয়ে অস্বাভাবিক মৃত্যু এক পুলিশকর্মীর, দেহ এল জলপাইগুড়ির বাড়িতে - দার্জিলিংয়ে অস্বাভাবিক মৃত্যু এক পুলিশ কর্মীর

দার্জিলিংয়ে কাজে গিয়ে অস্বাভাবিক মৃত্যু এক পুলিশকর্মীর ৷ তিনি জলপাইগুড়ির বাসিন্দা ৷

Police Constable Unnatural Death
অস্বাভাবিক মৃত্যু পুলিশ কর্মীর

By

Published : Apr 3, 2023, 6:06 PM IST

অস্বাভাবিক মৃত্যু এক পুলিশ কর্মীর

জলপাইগুড়ি, 3 এপ্রিল: জি-20 সামিট চলাকালীন দার্জিলিংয়ে কর্তব্যরত অবস্থায় অস্বাভাবিক মৃত্যু এক পুলিশকর্মীর । মৃত পুলিশকর্মীর নাম অমিত বিশ্বকর্মা । মৃতের বাড়ি জলপাইগুড়ি পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের ভানুনগরে । কর্তব্যরত অবস্থায় সার্ভিস রিভালবার দিয়ে আত্মঘাতী হয়েছেন তিনি বলে পরিবার জানতে পেরেছে ৷ যদিও ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে । দার্জিলিংয়ে ময়নাতদন্ত হয়েছে ৷ মৃত অমিত বিশ্বকর্মা পশ্চিমবঙ্গ সশস্ত্র পুলিশের কনস্টেবল ছিলেন । ডাবগ্রাম ফুলবাড়িতে ব্যাটেলিয়ানে কর্মরত ছিলেন তিনি । কী কারণে এমন ঘটনা ঘটল, তা জানেন না সহকারী অন্যান্য পুলিশ কর্মীরাও । গত চারদিন আগে দার্জিলিংয়ে অমিত কাজে গিয়েছিলেন পুলিশ অফিসারের সঙ্গে বলে জানা গিয়েছে ।

অমিত বিশ্বকর্মার ভাই সুমিত বলেন, "আমি বাইরে চাকরি করি ৷ শুনেছি দাদা দার্জিলিংয়ে জি-20 ও রাজ্যপালের সফর চলাকালীন ডিউটিতে গিয়েছিলেন । সেখানেই তিনি আত্মঘাতী হয়েছেন । তাঁর মৃত্যুতে অবাক আমরা ।" সোমবার মৃত কনস্টেবলের দেহ জলপাইগুড়িতে নিয়ে আসা হয় । আর এই ঘটনায় স্বাভাবিকভাবেই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে । জানা গিয়েছে, জলপাইগুড়ি ভানুনগর এলাকার বাসিন্দা বছর চল্লিশের অমিত বিশ্বকর্মা অত্যন্ত বিনয়ী স্বভাবের ছিলেন ৷ পাশাপাশি গান-বাজনা করতে ভালোবাসতেন । তিনি ডাবগ্রাম ফুলবাড়ি এলাকায় পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল চালক পদে কর্মরত ছিলেন ।

অমিতের আত্মীয় চন্দন ছেত্রী জানান, রবিবার দার্জিলিং ডিউটিতে কর্তব্যরত অবস্থায় টয়লেটে ঢুকে নিজেকে আটকে নেন তিনি । যাতে কেউ না ঢুকতে পারে পা দিয়ে গেট আটকে দেন অমিত । এরপর ফাইভ এমএম সার্ভিস রিভালবার দিয়ে আত্মঘাতী হয়েছে বলে জানতে পেরেছেন তাঁরা । তিনি বলেন,"শুনেছি গুলির শব্দ শুনে ছুটে গিয়ে সকলে দেখেন এই ঘটনা ।" তবে কেন তিনি এমনটা করলেন তা নিয়ে ধোয়াশার সৃষ্টি হয়েছে পরিবারের সদস্যদের কাছে । অমিত বিশ্বকর্মার এক ছেলে স্নাতকের দ্বিতীয় বর্ষে পাঠরত ৷ আর এক মেয়ে নবম শ্রেণিতে পড়ে । সোমবার অমিতের দেহ ভানুনগরের বাড়িতে এলে সেখানে ভিড় জমায় আশেপাশের বাসিন্দারা ৷

আরও পড়ুন:স্বামী, স্ত্রী'র অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য জলপাইগুড়িতে

ABOUT THE AUTHOR

...view details