ডুয়ার্স, 25 এপ্রিল : চা বাগান সংলগ্ন এলাকা থেকে রক্তাক্ত দেহ উদ্ধার । উঠছে খুনের অভিযোগ (Police Arrested 1 in Dooars Murder due to Quarrel Over Money) । রবিবার রাতে ঘটনাটি ঘটেছে ডুয়ার্সের বানারহাট থানার গয়েরকাটা হিন্দুপাড়া ডিভিশন লাইনে । ঘটনায় অভিযুক্ত দশরথ ওঁরাও নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তি গত দুই দিন থেকে অভিযুক্ত দশরথের সঙ্গেই ছিলেন । বাড়িতে দশরথ তাঁকে বন্ধু বলেই পরিচয় দিয়েছিল । রাতের দিকে দশরথের বাড়ির লোকজন দেখেন ঘরের উঠোনে রক্ত ভাসছে । এরপর দেখা যায় বারান্দায় রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে ওই ব্যক্তির দেহ । খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বানারহাট থানার পুলিশ । দেহে ধারাল অস্ত্রের আঘাত রয়েছে এবং দেহের পাশে একটি বড় পাথর পড়ে থাকতে দেখা যায় ।