জলপাইগুড়ি, 14 মে: বৃদ্ধ বা-মাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠল দুই ছেলে ও বৌমার বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি শহরের 2 নং ওয়ার্ডের রাজবাড়ি পাড়ায় ৷ বৃদ্ধ ও বৃদ্ধার অভিযোগের প্রেক্ষিতে ইতিমধ্যেই অভিযুক্ত দুই ছেলে ও তাদের স্ত্রীদের গ্রেফতার করেছে কোতয়ালি থানার পুলিশ (Old Couple Complain Against Sons and Daughter in Laws)। যদিও ছেলে ও বৌমাদের সাফাই, তাদের বাড়ি থেকে তাড়ানোর জন্যই মিথ্যে অভিযোগ এনেছেন ওই বৃদ্ধ-বৃদ্ধা ৷
ওই বৃদ্ধের নাম উৎপল ভৌমিক ৷ তিনি পেশায় ব্যবাসায়ী ৷ তিনি ও তাঁর স্ত্রী মুক্তিরাণী ভৌমিক শনিবার কোতয়ালি থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করেন তাঁর দুই ছেলে উদয় শঙ্কর ভৌমিক ও অর্ণব ভৌমিকের বিরুদ্ধে ৷ পুত্রবধূদের বিরুদ্ধেও তাঁরা অভিযোগ জানান থানায় ৷ বৃদ্ধ এই দম্পতির দাবি, ছেলে ও পুত্রবধূরা মিলে মারধর করে তাঁদের বাড়ি থেকে বের করে দিয়েছে ৷ কারণ, ছেলেদের নামে নিজের সম্পত্তি লিখে দিতে রাজি হননি উৎপল ভৌমিক ৷