পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Old Couple Abused by Sons : বৃদ্ধ মা-বাবাকে মারধর, ধৃত সস্ত্রীক দুই ছেলে - Old Couple Complain Against Sons and Daughter in Laws

বৃদ্ধ এই দম্পতির অভিযোগ, ছেলেরা জোর করে তাঁদের দিয়ে নিজেদের নামে সম্পত্তি লিখিয়ে নিতে চায় (Old Couple Complain Against Sons in Jalpaiguri) ৷

Jalpaiguri News
বৃদ্ধ মা বাবাকে মারধরের অভিযোগে ধৃত সস্ত্রীক দুই ছেলে

By

Published : May 14, 2022, 10:46 PM IST

জলপাইগুড়ি, 14 মে: বৃদ্ধ বা-মাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠল দুই ছেলে ও বৌমার বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি শহরের 2 নং ওয়ার্ডের রাজবাড়ি পাড়ায় ৷ বৃদ্ধ ও বৃদ্ধার অভিযোগের প্রেক্ষিতে ইতিমধ্যেই অভিযুক্ত দুই ছেলে ও তাদের স্ত্রীদের গ্রেফতার করেছে কোতয়ালি থানার পুলিশ (Old Couple Complain Against Sons and Daughter in Laws)। যদিও ছেলে ও বৌমাদের সাফাই, তাদের বাড়ি থেকে তাড়ানোর জন্যই মিথ্যে অভিযোগ এনেছেন ওই বৃদ্ধ-বৃদ্ধা ৷

ওই বৃদ্ধের নাম উৎপল ভৌমিক ৷ তিনি পেশায় ব্যবাসায়ী ৷ তিনি ও তাঁর স্ত্রী মুক্তিরাণী ভৌমিক শনিবার কোতয়ালি থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করেন তাঁর দুই ছেলে উদয় শঙ্কর ভৌমিক ও অর্ণব ভৌমিকের বিরুদ্ধে ৷ পুত্রবধূদের বিরুদ্ধেও তাঁরা অভিযোগ জানান থানায় ৷ বৃদ্ধ এই দম্পতির দাবি, ছেলে ও পুত্রবধূরা মিলে মারধর করে তাঁদের বাড়ি থেকে বের করে দিয়েছে ৷ কারণ, ছেলেদের নামে নিজের সম্পত্তি লিখে দিতে রাজি হননি উৎপল ভৌমিক ৷

আরও পড়ুন : অবশেষে বহরমপুরে কলেজ ছাত্রীর খুনের ঘটনার অভিযুক্তের স্বীকারোক্তি

তবে এ অভিযোগ অস্বীকার করেছেন, উৎপলবাবুর ছেলে উদয়শঙ্কর ভৌমিক ৷ তার পালটা অভিযোগ, "আমার বা ও মা আমাদের বাড়িতে থাকতে দেয় না । নিজেরাই মেয়ে দেখে আমাদের দুই ভাইকে বিয়ে দিয়েছে অথচ বৌমারা নাকি কেউ ভাল নয় । এই সমস্যার কারণে আমি ও ভাই স্ত্রীদের নিয়ে দীর্ঘদিন ভাড়া বাড়িতে রয়েছি । বর্তমানে আমাদের আয় বলে কিছু নেই ৷ আমাদের আর্থিক অবস্থা খারাপ হওয়ায় আমরা নিজেদের ভাড়া বাড়ি ছেড়ে বাড়িতে ফিরে এসেছি ৷ আর এখন বা-মাও আমাদের বাড়ি থেকে বেড় করে দিতে চাইছে ৷ তাই এই মিথ্যা অভিযোগ করছে ৷"

এপ্রসঙ্গে, স্থানীয় কাউন্সিলর মহুয়া দত্ত বন্দোপাধ্যায় জানিয়েছেন, পুলিশের কাছে অভিযোগ দায়ের হয়েছে ৷ পুলিশ আইন অনুযায়ী যা ব্যবস্থা করার করবে ৷ কোতয়ালি থানার আইসি অর্ঘ্য সরকার বলেন, "আমরা গ্রেফতার করেছি চারজনকে । তদন্ত চলছে ।"

ABOUT THE AUTHOR

...view details