পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

COVID infection in West Bengal : কোভিড পরীক্ষায় অনীহা, টুঁটি চেপে টেস্ট করাল পুলিশ - COVID infection in West Bengal

রাজ্যে বাড়ছে কোভিডের সংক্রমণ (Rate of COVID infection rises in Bengal) ৷ তবে কিছু মানুষের মধ্যে এখনও পর্যন্ত মাস্ক ব্যবহার বা করোনা পরীক্ষা করার সচেতনতার অভাব রয়েছে ৷ তাই উদ্যোগী হয়েছে পুলিশ ৷ জলপাইগুড়িতে মাস্কহীনদের কোভিড পরীক্ষা করা হচ্ছে ৷ শনিবার এমনই এক মাস্কহীন ব্যক্তির কোভিড পরীক্ষা করাতে গিয়ে প্রায় ধস্তাধস্তি করতে হল পুলিশকে ৷

Bengal COVID surge
জলপাইগুড়িতে পুলিশের কোভিড পরীক্ষা

By

Published : Jan 8, 2022, 10:17 PM IST

Updated : Jan 9, 2022, 6:36 AM IST

জলপাইগুড়ি, 8 জানুয়ারি : কোভিড টেস্টে অনীহা । গলার টুঁটি চেপে ধরে করোনা টেস্ট করাল পুলিশ । এমন ভাবেই কোভিড টেস্ট করানোর অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে (Jalpaiguri Police allegedly forces people to test COVID) । জলপাইগুড়ি সদর ব্লক প্রশাসনের পক্ষ থেকে শনিবার জলপাইগুড়ি পান্ডাপাড়া কালীবাড়ি এলাকায় মাস্কহীন ব্যক্তিদের করোনা টেস্ট করানো হয় । অনেকেই করোনা টেস্ট করানোর ক্ষেত্রে অনিহা প্রকাশ করেন । সেই সময় জলপাইগুড়ি কোতয়ালি থানার পুলিশ কর্মীরা এক মাস্কহীন এক বৃদ্ধকে ধরে নিয়ে আসেন করোনা টেস্ট করানোর জন্য । কিন্তু তিনি কোনভাবেই টেস্ট করাতে চাইছিলেন না । এরপর পুলিশকর্মীরা তাঁকে চেয়ারে বসিয়ে জোর করে করোনা টেস্ট করান ৷ অভিযোগ, তাঁর গলা চেপে ধরা হয় ৷ যদিও অভিযোগ অস্বীকার করেছে পুলিশ ও সদর ব্লক প্রশাসন ।

জলপাইগুড়ি জেলাজুড়ে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনার সংক্রমণ । শহরে প্রত্যেক এলাকায় মাস্কহীনদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে পুলিশ-প্রশাসন । সদর মহকুমাশাসক, সদর বিডিও ও পৌরসভার পক্ষ থেকে জনবহুল এলাকায় করোনা টেস্ট করানো হচ্ছে । জেলায় মোট কনটেইনমেন্ট জোনের সংখ্যা 19টি । জলপাইগুড়ি পৌরসভা এলাকায় 3টি কনটেইনমেন্ট জোন রয়েছে 7 এবং 8 নম্বর ওয়ার্ডে ।

গতকাল পর্যন্ত জেলায় সক্রিয় করোনা রোগীর সংখ্যা ছিল 284 জন । প্রতিদিন গড়ে জেলায় 100 জন করে করোনায় আক্রান্ত হচ্ছেন ৷ জেলাবাসীকে সংক্রমণ থেকে নিরাপদে রাখতে একাধিক কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে ৷ জেলায় বিভিন্ন জায়গায় অস্থায়ী করোনার টেস্ট ক্যাম্প করা হয়েছে প্রশাসন ও বিভিন্ন পৌরসভার পক্ষ থেকে । শহরের গান্ধি মোড় ও পান্ডাপাড়া এলাকায় দু'টি র‍্যাপিড টেস্ট সেন্টার করা হয়েছে । পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা জোর করে করোনার টেস্ট করাতে দেখা গেল পান্ডাপাড়া এলাকায় ।

জলপাইগুড়ি পান্ডাপাড়া কালীবাড়ি এলাকায় শনিবার মাস্কহীন এক ব্যক্তির কোভিড পরীক্ষা করাতে গিয়ে প্রায় ধস্তাধস্তি করতে হয় পুলিশকে

কোতয়ালি থানার আইসি অর্ঘ্য সরকার বলেন, "যাঁরা টেস্ট করাতে চাইছেন না, তাঁদের জোর করেই টেস্ট করাতে হবে । তবে কাউকে টুঁটি চেপে টেস্ট করানো হচ্ছে না ।" জলপাইগুড়ি পৌরসভার প্রশাসক মণ্ডলীর ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় বলেন, "আমরা মাস্কহীনদের কোভিড টেস্ট করাচ্ছি । টেস্ট করিয়ে আজ দু'জনকে পজিটিভ পাওয়া গিয়েছে ।"

আরও পড়ুন : COVID Infected Doctor : করোনা আক্রান্ত হয়েও জরুরি বিভাগে ডিউটিতে চিকিৎসক, ক্ষোভ দেগঙ্গায়

Last Updated : Jan 9, 2022, 6:36 AM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details