জলপাইগুড়ি, 8 জানুয়ারি : কোভিড টেস্টে অনীহা । গলার টুঁটি চেপে ধরে করোনা টেস্ট করাল পুলিশ । এমন ভাবেই কোভিড টেস্ট করানোর অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে (Jalpaiguri Police allegedly forces people to test COVID) । জলপাইগুড়ি সদর ব্লক প্রশাসনের পক্ষ থেকে শনিবার জলপাইগুড়ি পান্ডাপাড়া কালীবাড়ি এলাকায় মাস্কহীন ব্যক্তিদের করোনা টেস্ট করানো হয় । অনেকেই করোনা টেস্ট করানোর ক্ষেত্রে অনিহা প্রকাশ করেন । সেই সময় জলপাইগুড়ি কোতয়ালি থানার পুলিশ কর্মীরা এক মাস্কহীন এক বৃদ্ধকে ধরে নিয়ে আসেন করোনা টেস্ট করানোর জন্য । কিন্তু তিনি কোনভাবেই টেস্ট করাতে চাইছিলেন না । এরপর পুলিশকর্মীরা তাঁকে চেয়ারে বসিয়ে জোর করে করোনা টেস্ট করান ৷ অভিযোগ, তাঁর গলা চেপে ধরা হয় ৷ যদিও অভিযোগ অস্বীকার করেছে পুলিশ ও সদর ব্লক প্রশাসন ।
জলপাইগুড়ি জেলাজুড়ে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনার সংক্রমণ । শহরে প্রত্যেক এলাকায় মাস্কহীনদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে পুলিশ-প্রশাসন । সদর মহকুমাশাসক, সদর বিডিও ও পৌরসভার পক্ষ থেকে জনবহুল এলাকায় করোনা টেস্ট করানো হচ্ছে । জেলায় মোট কনটেইনমেন্ট জোনের সংখ্যা 19টি । জলপাইগুড়ি পৌরসভা এলাকায় 3টি কনটেইনমেন্ট জোন রয়েছে 7 এবং 8 নম্বর ওয়ার্ডে ।