পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Pistol Seized in Jalpaiguri : পিস্তল বিক্রি করতে গিয়ে জলপাইগুড়িতে পুলিশের জালে যুবক - jalpaiguri crime news

উদ্দেশ্য ছিল পিস্তল বিক্রির ৷ তাতেই জলপাইগুড়ি শহরে এসে ঘোরাঘুরি করতে গিয়ে গ্রেফতার বছর পঁয়তাল্লিশের এক ব্যক্তি ৷ তার কাছ থেকে উদ্ধার হয়েছে নাইন এম এম পিস্তল ও লাইভ কার্তুজ (pistol seized in jalpaiguri) ৷

pistol
উদ্ধার হওয়া পিস্তল

By

Published : Nov 24, 2021, 9:16 AM IST

জলপাইগুড়ি, 24 নভেম্বর : পিস্তল বিক্রি করতে এসে হাতেনাতে ধরা পড়ল এক ব্যক্তি ৷ ধৃতের কাছ থেকে নাইন এম এম পিস্তল-সহ লাইভ কার্তুজ উদ্ধার করেছে পুলিশ । জলপাইগুড়ি শহরের 1 নম্বর ওয়ার্ডের রাজবাড়িপাড়া থেকে মঙ্গলবার বন্দুক-সহ এক যুবককে গ্রেফতার করে পুলিশ (pistol seized in jalpaiguri) ৷ রাজগঞ্জে তৃণমূল নেতা গুলিবিদ্ধ হওয়ার ঘটনার একদিন যেতে না যেতেই শহরে পিস্তল কেনাবেচার ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় । পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম রাজীব হাজরা ওরফে ফতে ৷ বয়স পঁয়তাল্লিশ ৷

এই বিষয়ে কোতয়ালি থানার আইসি অর্ঘ্য সরকার জানান, সূত্র মারফৎ খবর আসে এক যুবক সম্ভবত পিস্তল বিক্রির জন্য সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছে ৷ সেই মোতাবেক শহরের রাজবাড়িপাড়া এলাকায় অভিযানে যায় কোতয়ালি থানার সাদা পোশাকের পুলিশ ৷ সেখান থেকেই যুবককে গ্রেফতার করা হয় ।

পুলিশ জানায়, ধৃতের কোমর থেকে একটি নাইন এম এম পিস্তল ও সঙ্গে দু'টি কার্তুজ পাওয়া গিয়েছে । তার বাড়ি রাজবাড়িপাড়াতেই । এর আগে ডাকাতির ঘটনাতেও ধরা পড়েছিল সে ৷ তবে কীভাবে তার কাছে পিস্তল এল, কোথায় সে বিক্রি করবে বলে ঘুরছিল, এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখে তদন্ত শুরু করতে আজ ধৃতকে জলপাইগুড়ি আদালতে তুলে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি রিমান্ডে নেওয়া হবে ।

আরও পড়ুন :TMC Leader Death Jalpaiguri: জলপাইগুড়ির গুলিবিদ্ধ তৃণমূল নেতার মৃত্যু উত্তরবঙ্গ মেডিক্যালে

ABOUT THE AUTHOR

...view details