জলপাইগুড়ি, 13 মে: কোরোনা যুদ্ধে স্বেচ্ছাসেবক হতে চেয়ে প্রশাসনের কাছে আবেদন করলেন জলপাইগুড়ির প্রবীণ চিত্র সাংবাদিক বিপ্লব বসাক। আজ বিপ্লব বসাকের নেতৃত্বে কোরোনা পরবর্তী পর্যায়ে প্রশাসনের প্রয়োজনে পাশে থাকার বার্তা দিয়ে চিঠি দিল শহরের পর্বতারোহী সংগঠন নেচার অ্যান্ড ট্রেকার্স ক্লাবের সদস্যরা।
কোরোনা প্রকোপে লকডাউন চলছে দেশজুড়ে। বিপর্যস্ত গোটা দেশ। কর্মহীন হয়ে পড়েছেন অসংখ্য মানুষ। অন্যদিকে চিকিৎসক সহ স্বাস্থ্যকর্মীরা সামনে থেকে লড়াই চালাচ্ছেন। কোরোনা-যুদ্ধে সরাসরি সৈনিক পুলিশ প্রশাসনও। এমত অবস্থায় একজন স্বেচ্ছাসেবক কর্মী হিসেবে প্রশাসনের পাশে থাকতে চেয়ে আবেদন করলেন জলপাইগুড়ির প্রবীণ চিত্র সাংবাদিক তথা নেচার অ্যান্ড ট্রেকার্স অব জলপাইগুড়ি ক্লাবের সদস্য বিপ্লব বসাক। ৫৮ বছর বয়স হলেও সাংবাদিকতা ও ট্রেকিং আজও একইরকম সচল মানুষটি। জলপাইগুড়ি সূর্য সেন কলোনির বাসিন্দা চিত্র সাংবাদিক এদিন তাঁর ট্রেকার্স ক্লাবের অন্য সদস্যদের সঙ্গে জলপাইগুড়ি রেঞ্জের DIG-র কাছে একটি চিঠি দেন। সেখানেই তাঁরা স্বেচ্ছাসেবক হিসেবে সরকারের কাজের সঙ্গী হতে চেয়ে আবেদন জানিয়েছেন। গোটা বিষয়টিতে নেতৃত্ব দেন বিপ্লব বসাক। এদিকে ট্রেকার ও সাংবাদিক বিপ্লব বসাকের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে জলপাইগুড়ি প্রেস ক্লাবের সাংবাদিকরাও।