পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Jalpaiguri Student Protest: ফার্মাসি কলেজের মাঠে হাসপাতালের আবাসন ঘিরে বিক্ষোভ ছাত্রছাত্রীদের - Jalpaiguri Pharmacy College

ফার্মাসি কলেজের (Pharmacy College) মাঠে মেডিক্যাল কলেজের (Medical College) আবাসন । বিক্ষোভে ফেটে পড়ল ছাত্রছাত্রীরা (Student protest) ৷

pharmacy students protest over college ground capture in Jalpaiguri
pharmacy students protest over college ground capture in Jalpaiguri

By

Published : Sep 8, 2022, 10:41 AM IST

Updated : Sep 8, 2022, 11:48 AM IST

জলপাইগুড়ি, 8 সেপ্টেম্বর: জলপাইগুড়ি ফার্মাসি কলেজের (Jalpaiguri Pharmacy College) খেলার মাঠে তৈরি করা হচ্ছে মেডিক্যাল কলেজের (Medical College) আবাসন । কিন্তু সেই কাজ করতে বাধা ছাত্রছাত্রীরা ৷ তাদের বাধায় কাজ বন্ধ হয়ে যায় । কাজ শুরু করাতে পুলিশ আসে ফার্মাসি কলেজে । পুলিশ ছাত্রছাত্রীদের হুঁশিয়ারি দিতেই ক্ষোভে ফেটে পড়েন পড়ুয়ারা (Student protest) । পুলিশকে গো-ব্যাক স্লোগান দিতে শুরু করেন তাঁরা ।

মঙ্গলবার এই নির্মাণ কাজ বন্ধ করে দেওয়ার পর আবার বুধবার মাঠ ফিরিয়ে দেওয়ার দাবিতে আন্দোলনে নামেন ফার্মাসি কলেজের পড়ুয়ারা । তাতেই কলেজ চত্বরে ছড়ায় উত্তেজনা । র‍্যাফ ও বিশাল পুলিশ বাহিনী কলেজে হাজির হয় ৷ আর তাতেই পড়ুয়ারা ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং বিক্ষোভের মাত্রা বেড়ে যায় । পড়ুয়ারা 'পুলিশ গো-ব্যাক' স্লোগান তুলতে থাকে ।

জলপাইগুড়ি মেডিক্যাল কলেজের উন্নয়নে অস্তিত্ব সংকটে ঐতিহ্যবাহী জলপাইগুড়ি ফার্মাসি কলেজের । ফার্মাসি কলেজের মাঠেই জলপাইগুড়ি গভর্মেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের আবাসন হচ্ছে । আর তাতেই আপত্তি ফার্মাসি কলেজের ছাত্রছাত্রীদের । মঙ্গলবার কাজ বন্ধ করে বিক্ষোভ দেখায় ছাত্রছাত্রীরা । বুধবার ফের আন্দোলনে নামেন তারা । এরপরেই কলেজে বিরাট পুলিশ বাহিনী নিয়ে ছুটে আসেন আইসি কোতোয়ালি অর্ঘ্য সরকার । পুলিশকে দেখে ছাত্রছাত্রীরা গো-ব্যাক স্লোগাম দেন ।

এই মাঠের জায়গা দেখিয়েই ফার্মাসি কলেজের স্বীকৃতি মিলেছে । এবার যদি মাঠ দখল করে আবাসন নির্মাণ হয় তাহলে ফার্মাসি কলেজের ভবিষ্যৎ কী হবে, তা নিয়ে চিন্তায় কলেজ কর্তৃপক্ষ থেকে শুরু করে ছাত্রছাত্রীরা ।

মেডিক্যাল কলেজ ও হাসপাতালের জন্য জলপাইগুড়ি রেড ক্রস সোসাইটি 20 একর জমি দিয়েছে সরকারকে । কিন্তু অভিযোগ, এক জায়গায় মেডিক্যাল কলেজ না করে দুই জায়গায় নির্মাণ হচ্ছে । পর্যাপ্ত জায়গা থাকা সত্ত্বেও এক জায়গায় মেডিক্যাল কলেজ করা হচ্ছে না । টিবি হাসপাতাল পাড়ায় কলেজ নির্মাণ হচ্ছে এবং ফার্মাসি কলেজের মাঠে আবাসন নির্মাণ হচ্ছে ।

কলেজ কর্তৃপক্ষের অভিযোগ, এই জমি না থাকলে তাদের অ্যাফিলিয়েশন বাতিল হয়ে যাবে । এমনি এম ফার্ম কলেজ করতে পারবেন না । জলপাইগুড়ি গভর্মেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের জন্য 20 একর জমি বরাদ্দ করা হয়েছে টিবি হাসপাতাল পাড়ায় । সেখানেই মেডিক্যাল কলেজ ও হাসপাতালের জন্য নির্মাণের কাজ শুরু হয়েছে । প্রশ্ন উঠছে 20 একর জায়গা থাকা সত্ত্বেও ফার্মাসি কলেজের মাঠে কেন আবাসন তৈরি করা হচ্ছে । এমনকি ভবিষ্যতে ফার্মাসি কলেজ এম ফার্ম-এর অনুমতি পায় তাহলে সেটা কোথায় করা হবে । নিজেদের ভবিষ্যৎকে অনিশ্চয়তায় ফেলে আবাসন তৈরির জন্য জমি দিতে নারাজ ফার্মাসি কলেজের ছাত্রছাত্রীরা (pharmacy students protest over college ground capture in Jalpaiguri) ।

কলেজের আন্দোলনকারী পড়ুয়াদের তরফে অপূর্ব নন্দী বলেন, "আমরা 24 ঘণ্টার জন্য আন্দোলন মাঠ থেকে সরিয়ে কলেজের সামনে নিয়ে যাচ্ছি । 24 ঘণ্টার মধ্যে আমাদের দাবি নিয়ে আলোচনা করতে হবে ৷ আর দাবি মানা না হলে আবার আন্দোলন হবে । আজ আমাদের কলেজে কেন পুলিশ এল । আমরা কী করে ছি। আমরা চাই পুলিশ এখান থেকে চলে যাক পুলিশ ৷"

আরও পড়ুন:শিক্ষারত্ন সম্মানে ভূষিত শিলিগুড়ির 2 শিক্ষক

কলেজের অধ্যক্ষ উত্তম শর্মা বলেন, "পড়ুয়াদের দাবি নিয়ে স্বাস্থ্য দফতর আলোচনা করবে এমনটাই জানিয়েছে । আমরা আশাবাদী পড়ুয়াদের সঙ্গে কথা বলে, আলোচনার মাধ্যমে সব দিক রক্ষা হবে ।"

Last Updated : Sep 8, 2022, 11:48 AM IST

ABOUT THE AUTHOR

...view details