জলপাইগুড়ি, 11 মার্চ : জলপাইগুড়ি পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ভোটের ফলাফল স্থগিত রাখার আবেদন জানানো হল জলপাইগুড়ি জেলা আদালতে (Petition In Jalpaiguri District Court)। এই ওয়ার্ডের পরাজিত কংগ্রেস প্রার্থীর দাবি, জলপাইগুড়ি পৌরসভার 1 নম্বর ওয়ার্ডে দেদার ছাপ্পা ভোট হয়েছে। মৃত ব্যক্তিদের ভোট যেমন পড়ে গিয়েছে। তার পাশাপাশি বেশ কিছু আইনজীবীও ভোট দিতে পারেননি। এদিন কংগ্রেস প্রার্থী জয়ন্তী পাল জলপাইগুড়ি জেলা আদালতে এ নিয়ে একটি মামলা রুজু করেন (Jalpaiguri District Court Stay Vote Result)।
এদিন কংগ্রেস প্রার্থী জয়ন্তী পাল সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অভিযোগ করে বলেন, "২৭ ফেব্রুয়ারি জলপাইগুড়ি পৌরসভার নির্বাচনে ১ নং ওয়ার্ডের বুথে দেদার ছাপ্পা ভোট হয়েছে। মৃত ব্যক্তিদের ভোটও পড়ে গিয়েছে। আমরা ভোটের সঙ্গে যুক্ত সবাইকে আদালতে সওয়াল-জবাব করার জন্য বলেছি। ভোটের কাজে যে সমস্ত সামগ্রী ব্যবহার হয়েছে যেমন ইভিএম, ভোটারদের স্বাক্ষর করা খাতা আদালতের হেফাজতে রাখার আবেদন করা হয়েছে। আমরা চাই এই ভোটে যিনি জয়ী হয়েছেন, তিনি যেন কোনওরকম ভাবে কাউন্সিলরের কাজ করতে না পারেন ৷ তাই স্থগিতাদেশ দিতে আদালতের কাছে আবেদন করা হয়েছে।"