ETV Bharat West Bengal

পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Petition In Jalpaiguri District Court : পৌরভোটের ফলাফল স্থগিত রাখার আবেদন জলপাইগুড়ি জেলা আদালতে - petition to stay the results of vote in jalpaiguri district court

মনোনয়ন থেকে ভোট, সবেতেই একের পর এক অভিযোগ জলপাইগুড়ি পৌরসভার ১ নং ওয়ার্ডে। দেদার ছাপ্পা দেওয়ার অভিযোগে এবার এই ওয়ার্ডে ভোটের ফলাফল স্থগিত রাখার আবেদন জানানো হল জলপাইগুড়ি জেলা আদালতে (Petition In Jalpaiguri District Court)।

Jalpaiguri District Court
জলপাইগুড়ি জেলা আদালত
author img

By

Published : Mar 11, 2022, 2:42 PM IST

জলপাইগুড়ি, 11 মার্চ : জলপাইগুড়ি পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ভোটের ফলাফল স্থগিত রাখার আবেদন জানানো হল জলপাইগুড়ি জেলা আদালতে (Petition In Jalpaiguri District Court)। এই ওয়ার্ডের পরাজিত কংগ্রেস প্রার্থীর দাবি, জলপাইগুড়ি পৌরসভার 1 নম্বর ওয়ার্ডে দেদার ছাপ্পা ভোট হয়েছে। মৃত ব্যক্তিদের ভোট যেমন পড়ে গিয়েছে। তার পাশাপাশি বেশ কিছু আইনজীবীও ভোট দিতে পারেননি। এদিন কংগ্রেস প্রার্থী জয়ন্তী পাল জলপাইগুড়ি জেলা আদালতে এ নিয়ে একটি মামলা রুজু করেন (Jalpaiguri District Court Stay Vote Result)।

এদিন কংগ্রেস প্রার্থী জয়ন্তী পাল সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অভিযোগ করে বলেন, "২৭ ফেব্রুয়ারি জলপাইগুড়ি পৌরসভার নির্বাচনে ১ নং ওয়ার্ডের বুথে দেদার ছাপ্পা ভোট হয়েছে। মৃত ব্যক্তিদের ভোটও পড়ে গিয়েছে। আমরা ভোটের সঙ্গে যুক্ত সবাইকে আদালতে সওয়াল-জবাব করার জন্য বলেছি। ভোটের কাজে যে সমস্ত সামগ্রী ব্যবহার হয়েছে যেমন ইভিএম, ভোটারদের স্বাক্ষর করা খাতা আদালতের হেফাজতে রাখার আবেদন করা হয়েছে। আমরা চাই এই ভোটে যিনি জয়ী হয়েছেন, তিনি যেন কোনওরকম ভাবে কাউন্সিলরের কাজ করতে না পারেন ৷ তাই স্থগিতাদেশ দিতে আদালতের কাছে আবেদন করা হয়েছে।"

আরও পড়ুন :Jalpaiguri Central Correctional Home : বন্দিদের আত্মীয়দের বসার জায়গা নেই জলপাইগুড়ি সংশোধনাগারে, ব্যবস্থার আশ্বাস পুলিশ কর্তার

এদিন জয়ন্তী পালের আইনজীবী রাহুল হোড় বলেন, "আমরা ১ নং ওয়ার্ডের ভোটের ফলাফলে স্থগিতাদেশ চেয়েছি। পাশাপাশি ইভিএম-সহ ভোটে ব্যবহৃত সব নথি আদালতের হেফাজতে রাখার দাবি করেছি। আমরা অভিযোগ করেছি ভোটে দেদার ছাপ্পা হয়েছে। বেশ কিছু আইনজীবী ভোট দিতে পারেননি। মৃত ব্যক্তিরও ভোট পড়ে গিয়েছে। তাই আমরা এই ১ নম্বর ওয়ার্ডের ভোট প্রক্রিয়ার ন্যায় বিচারের আশায় জেলা আদালতের দ্বারস্থ হয়েছি। আগামী ১৫ দিনের মধ্যে রাজ্য নির্বাচন কমিশনকে কারণ দর্শানোর নোটিস করেছে।"

এদিকে জলপাইগুড়ির সরকারি আইনজীবী গৌতম দাস বলেন, "পৌরভোট নিয়ে কেউ মামলা করেছে, আমার কাছে এমন কিছু তথ্য নেই। সংবাদ মাধ্যমের কাছেই শুনেছি।"

ABOUT THE AUTHOR

...view details