পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সালিশি সভায় চড়, অপমানে আত্মঘাতী ব্যক্তি ? - insulted

সালিশি সভায় চড় । অপমানে আত্মঘাতী ব্যক্তি ।

ছবিটি প্রতীকী

By

Published : Jun 17, 2019, 11:27 PM IST

ময়নাগুড়ি, 17 জুন : সালিশি সভায় চড় মারা হয়েছিল । আর তারপরেই অপমানে আত্মঘাতী হলেন ব্যক্তি । মৃতের নাম ধীরেন সেন (50) । ময়নাগুড়ির হেলাপাকরির ঘটনা । মৃতদেহ জলপাইগুড়ি সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ।

ময়নাগুড়ির হেলাপাকরির বাসিন্দা ধীরেন সেনের বিরুদ্ধে অভিযোগ, সে প্রায়ই মদ খেয়ে বাড়িতে অশান্তি করত । সমস্যা মেটাতে ধীরেনের আত্মীয় নেপাল রায়, বিমল রায় সহ অন্যান্যরা রবিবার গ্রামে সালিশি সভা ডাকে । সভায় ধীরেনকে চড় মারা হয় বলে অভিযোগ ।

ধীরেনের পরিবারের অভিযোগ, চড় খেয়ে অপমান সহ্য করতে না পেরে কীটনাশক খেয়ে আত্মহত্যা করে ধীরেন । প্রথমে তাঁকে ময়নাগুড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় । পরে সেখান থেকে জলপাইগুড়ি হাসপাতালে স্থানান্তরিত করা হয় । সেখানেই তাঁর মৃত্যু হয় ।

ABOUT THE AUTHOR

...view details