পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মা'কে বাঁচাতে বাবাকে খুন যুবকের - banarhat

জলপাইগুড়িতে মাকে বাঁচাতে গিয়ে বাবাকে পিটিয়ে খুন করল যুবক।

মৃত বাবা

By

Published : Feb 21, 2019, 11:27 PM IST

বানারহাট, ২১ ফেব্রুয়ারি : মাকে বাঁচাতে গিয়ে লাঠি দিয়ে বাবাকে খুন করল যুবক। ঘটনাটি কোচবিহারের মোগলকাটা চা বাগানের। ঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে বানারহাট থানার পুলিশ।

গতরাতে মোগলকাটা চা বাগানের পাক্কা লাইনের বাসিন্দা অজয় ওরাঁও বাড়িতে ফিরে দেখে মা লতিমিন ওঁরাও ও বাবা সঞ্জয় ওঁরাও ঝগড়া করছে। অজয় দু'জনকেই চুপ করতে বলে। কিন্তু তাঁরা থামেননি। সঞ্জয় তাঁর স্ত্রী'কে মারধর করতে শুরু করে। তখন মা'কে বাঁচাতে লাঠি দিয়ে বাবার মুখে মারতে শুরু করে অজয়। তারপর জখম মা'কে বানারহাট হাসপাতালে নিয়ে যায়। পরে বাড়িতে ফিরে দেখে তার বাবা উঠোনে মৃত অবস্থায় পড়ে রয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থানে আসে বানারহাট থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গ্রেপ্তার করা হয় অজয়কে।

ABOUT THE AUTHOR

...view details