জলপাইগুড়ি, 6 অক্টোবর:লোভে পাপ, পাপে মৃত্যু ৷ এই প্রবাদ ফের সত্যি প্রমাণিত হল বানভাসি সিকিমে ৷
ভূমিকম্পপ্রবণ পাহাড়ে হিমবাহ হ্রদ উপচে পড়ে জলের তোড়ে ভেসে গিয়েছিল সেনাবাহিনীর শিবির ৷ সেইসঙ্গে আগ্নেয়াস্ত্র, যুদ্ধসামগ্রী, বিস্ফোরকও ভাসিয়ে নিয়ে গিয়েছিল তিস্তার জল ৷ পরে সেই সেনা-সামগ্রীই কুড়িয়ে বাড়ি নিয়ে গিয়ে ঘুম ওড়ে স্থানীয়দের ৷ সিসা বের করে টাকা রোজগারের আশায় মর্টার-সহ বিভিন্ন বিস্ফোরক বাড়িতে লুকিয়ে রেখেছিলেন তিস্তাপাড়ের বাসিন্দারা ।
কিন্তু গতকাল ভেসে আসা সেনা-যন্ত্রাংশ বাড়িতে এনে হাতুড়ি দিয়ে আঘাত করতেই বিস্ফোরণ ঘটে । একজন মারাও যান । আহত হন 5 জন । তখনই টনক নড়ে । এখন বাড়িতে আনা সেনার সামগ্রী ফিরিয়ে দিতে সবাই একে একে এগিয়ে আসছেন । আর সেগুলি উদ্ধারের জন্য সেনাবাহিনীর কর্তারা ও পুলিশও তিস্তা নদীর তীরবর্তী এলাকায় তল্লাশি অভিযান শুরু করেছেন । জলপাইগুড়ির পাহাড়পুর, চাপাডাঙা এলাকায় প্রচুর সেনাবাহিনীর বিভিন্ন সামগ্রী উদ্ধার হয়েছে ।
সিকিমে প্রাকৃতিক বিপর্যয়ের ফলে সেনাবাহিনীর ক্যাম্প ভেসে যায় । নিখোঁজ হন 23 জন সেনা । একজন জীবিত অবস্থায় উদ্ধার হলেও বাকিদের খোঁজ পাওয়া যাচ্ছে না । কিন্তু সেনাবাহিনীর ক্যাম্প থেকে সেনার যুদ্ধসামগ্রী থেকে শুরু করে বিভিন্ন যন্ত্রপাতি তিস্তার জলের তোড়ে ভেসে যায় । জল কমে যেতেই ভেসে উঠছে সেনার মর্টার শেল-সহ যুদ্ধে ব্যবহৃত বিভিন্ন বিস্ফোরক । গতকাল জলপাইগুড়ি জেলার ক্রান্তি, মালবাজার, সদর ব্লক ও ময়নাগুড়িতে বিভিন্ন উপকরণ উদ্ধার হয় । স্থানীয়রা পুলিশ ও সেনাবাহিনীকে খবর দিয়ে উদ্ধারকৃত জিনিসপত্র দিয়ে দিলেও কেউ কেউ লোভের বশবর্তী হয়ে বাড়িতে নিয়ে আসছিলেন ।
গতকাল তিস্তা নদীতে ভেসে আসা সেনাবাহিনীর যন্ত্রাংশ বাড়িতে এনে খুলতে গিয়ে বিপত্তি ঘটে । সেনার বিস্ফোরক ফেটে মৃত্যু হয় একজনের । আহত হন পাঁচ জন । ঘটনাটি ঘটে জলপাইগুড়ি জেলার ক্রান্তি ব্লকের চাপাডাঙা এলাকায় । সিকিমে প্রাকৃতিক বিপর্যয়ের ফলে তিস্তা নদীতে সেনাবাহিনীর একটি ক্যাম্প ভেসে যায় । ক্রান্তি চাপাডাঙার বাসিন্দা তবিবর রহমান-সহ কয়েকজন মিলে কাঠ কুড়োতে গিয়ে তিস্তা নদীতে কয়েকটা বাক্স পেলে তা বাড়িতে নিয়ে আসেন ।