জলপাইগুড়ি, 24 অগাস্ট : মেলা মানে "মুড়কি, মুড়ি, তিলেখাজা, পাঁপড়ভাজা"৷ মেলা মানে "বন্বনাবন্ নাগরদোলা" ৷ আর মেলা মানে অসংখ্য মানুষ ৷ পায়ে পায়ে পথ চলা ৷ বাঙালির প্রাণ যেন লুকিয়ে থাকে মেলায় ৷ বারো মাসে তেরো পার্বণের সঙ্গে কতশত মেলা যে সারা বছর হয় তার খবর কে রাখে ? কিন্তু আজ পৃথিবীতে নেমেছে অদ্ভুত বিষাদ ৷ কোরোনা আতঙ্কের জেরে মানুষের ভিতরের সব আনন্দ কে যেন চুরি করে নিয়েছে ৷
কোরোনা ভাইরাসের সংক্রমণের জেরে বন্ধ মেলা। আর এই মেলার সঙ্গে জড়িত কত মানুষের রুজিরোজগার সব স্তব্ধ হয়ে আছে ৷ ফলে বিপাকে পড়েছেন মেলার সাথে জড়িতে কয়েক হাজার শ্রমিক, মালিক, দোকানিরা। মেলা বন্ধ থাকায় মাঠে পড়ে থেকে নষ্ট হচ্ছে মেলার উপকরণ। মার্চ মাস থেকেই কোরোনা ভাইরাসের সংক্রমণ রুখতে লকডাউন ঘোষণা করা হয়েছিল। এখনও সবকিছু স্বাভাবিক হয়নি । ধীরে ধীরে লকডাউনের উপর থেকে শর্ত সাপেক্ষে দোকানপাট খুলতে শুরু করলেও মেলা সহ যেখানে বেশি ভিড় হওয়ার সম্ভাবনা তা বন্ধ রাখার কথা সরকার থেকে ঘোষণা করা হয়েছে।
মার্চ মাসে দোলের সাত দিন পর থেকেই উত্তরবঙ্গ ও নিম্ন অসমের বিভিন্ন জায়গায় বড় বড় মেলা অনুষ্ঠিত হয়ে থাকে। কিন্তু এবার মেলা বন্ধ। পরিস্থিতি কবে স্বাভাবিক হবে তা কারও জানা নেই। এমন অবস্থায় কীভাবে সংসার চলবে তা ভেবেই দিশেহারা মেলার সাথে যুক্ত শ্রমিক থেকে শুরু করে দোকানিরা। কেউ কেউ মেলা বন্ধ থাকার কারণে অন্য পেশায় চলে যাচ্ছেন। অন্যদিকে যাঁরা ভিন রাজ্য থেকে এই রাজ্যে মেলার সাথে জড়িত ছিল তাঁরা এখন কোনও রকমে দিনযাপন করছেন । মেলার মালিক যেমন পারছেন তাঁদের খাদ্য সামগ্রী দিয়ে সাহায্য করছেন। কিন্তু কতদিন এভাবে চলবে জানেন না কেউই।
জানা গেছে, উত্তরবঙ্গের বড় মেলার মালিক রয়েছেন ৮ জন(শিলিগুড়ি,ময়নাগুড়ি,ফালাকাটা)। এছাড়া ছোটো ছোটো মেলা অনেকেরই আছে। এক একটি মেলার সাথে প্রায় 1000 জন জড়িত। পরোক্ষ ভাবে আরও বেশি। এক একটি মেলার মধ্যে নাগরদোলা, ব্রেক ডান্স, ড্রাগন ট্রেন, কলম্বাস, টোরাটোরা, চানতারা, মিকি মাউস, জিভ, বাচ্চাদের মারুতি, বাচ্চাদের নাগরদোলা থাকে। বর্তমানে মেলা বন্ধ থাকায় মেলার আনুসঙ্গিক জিনিসপত্র সব নষ্ট হতে বসেছে। কেউ কেউ মেলার সামগ্রী ঢেকে রাখার চেষ্টা করলেও সব সামগ্রী ঢেকে রাখা সম্ভব নয় ফলে প্রচুর জিনিসপত্র নষ্ট হচ্ছে । জঞ্জালে ঢেকে গেছে মেলার নাগরদোলা থেকে শুরু করে বাচ্চাদের মনোরঞ্জনের বিভিন্ন লোহার ও প্লাউডের সামগ্রী । মেলা আবার শুরু হলেও সব কিছু নতুন করে বানাতে হবে বলে মত মেলার মালিকদের । এছাড়া যাঁরা মেলায় খাবারের দোকান, সহ অন্যান্য দোকান বসান, তাঁরাও সমস্যায় পড়েছেন মেলা বন্ধ থাকার ফলে।