জলপাইগুড়ি, 7 অক্টোবর : জলপাইগুড়ির কোরোনা হাসপাতালে রোগীদের সময়মতো খাবার দেওয়া হচ্ছে না । এমনকী নিম্নমানের খাবারও দেওয়া হচ্ছে । এই অভিযোগে বিক্ষোভ দেখাল কোরোনা রোগীরা ।
জলপাইগুড়ি কোরোনা হাসপাতালের রোগীদের অভিযোগ, প্রতিদিন তাদের সকালের খাবার 10টা 30 মিনিটে দেওয়া হচ্ছে । এমনকী দুপুরের খাবার তিনটের পর দেওয়া হচ্ছে । খাবার দেওয়ার কোনও নির্দিষ্ট সময় নেই । প্রায় দিনই নিম্নমানের খাবার দেওয়া হচ্ছে । কোরোনা হাসপাতালের ওয়ার্ড পরিষ্কার করা হচ্ছে না । এই সব অভিযোগ এনে কোরোনা হাসপাতালে বাইরে বেরিয়ে এসে বিক্ষোভ দেখান রোগীরা ।