জলপাইগুড়ি, 25 অগাস্ট: বিনা চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ হাসপাতালের বিরুদ্ধে । ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালর ঘটনা । ওই রোগীর নাম বিমান দাস (35) ৷ আজ সকালে তাঁকে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয় । অভিযোগ, হাসপাতালে তাঁকে ভরতি নেওয়া হয়নি ৷ উপরন্তু হাসপাতালের এক চিকিৎসক তাঁর পরিবারের লোকদের সঙ্গে খারাপ ব্যবহার তাঁদেরকে বের করে দেন ৷ ঘটনার কিছুক্ষণের মধ্যে মৃত্যু হয় বিমানবাবুর ৷ এরপরই স্থানীয়রা ও মৃতের পরিবারের লোকেরা হাসপাতালের সামনে বিক্ষোভ দেখান ৷ ঘটনাস্থানে ময়নাগুড়ি থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷
বিনা চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ হাসপাতালের বিরুদ্ধে - undefined
পেশায় টোটো চালক বিমান দাস ৷ তাঁর ভাই মানিক দাস বলেন, "জল্পেশে তীর্থ যাত্রীদের টোটো করে নিয়ে যাচ্ছিল ভাই ৷ সেই সময় হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়ে ৷ এরপরে আমার পিসতোতো ভাই বিমানকে ময়নাগুড়ি হাসপাতালে নিয়ে আসেন ৷ বাড়ির অন্য সদস্যরাও আসেন ৷ কিন্তু চিকিৎসক সবার সঙ্গে খারাপ ব্যবহার করেন ৷ হাসপাতাল থেকে সবাইকে বের করে দেওয়া হয় ৷ ভাইকে ভরতি নেওয়া হয়নি ৷ কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় ভাইয়ের ৷"
পেশায় টোটো চালক বিমান দাস ৷ তাঁর ভাই মানিক দাস বলেন, "জল্পেশে তীর্থ যাত্রীদের টোটো করে নিয়ে যাচ্ছিল ভাই ৷ সেই সময় হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়ে ৷ এরপরে আমার পিসতোতো ভাই বিমানকে ময়নাগুড়ি হাসপাতালে নিয়ে আসেন ৷ বাড়ির অন্য সদস্যরাও আসেন ৷ কিন্তু চিকিৎসক সবার সঙ্গে খারাপ ব্যবহার করেন ৷ হাসপাতাল থেকে সবাইকে বের করে দেওয়া হয় ৷ ভাইকে ভরতি নেওয়া হয়নি ৷ কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় ভাইয়ের ৷"
ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষের উপর ক্ষোভ উগরে দেন বিমানবাবুর পরিবারের লোকেরা ৷ হাসপাতালের সামনে বিক্ষোভ দেখান স্থানীয়রাও ৷ ঘটনাস্থানে আসে ময়নাগুড়ি থানার পুলিশ । মৃতের পরিবারের তরফে দাবি, যতক্ষণ না অভিযুক্ত ডাক্তার আসছেন ততক্ষণ তাঁরা মৃতকে হাসপাতাল থেকে বের হতে দেবেন না ৷