জলপাইগুড়ি, 7 এপ্রিল: "সংবাদমাধ্যম আমাদের কাজগুলি লক্ষ্য রাখুক । কোথায় কাজ ঠিকমতো হচ্ছে না সেটা আমাদের জানাক । তাহলে আমরা আমাদের কাজগুলি আরও সুষ্ঠুভাবে করতে পারব ।" এভাবেই বিভিন্ন কাজের দুর্নীতি প্রসঙ্গে সংবাদমাধ্যমের সহযোগিতা চাইলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার । শুক্রবার জলপাইগুড়িতে এসে জেলা প্রশাসনের সঙ্গে প্রায় চার ঘণ্টা বৈঠক করেন পঞ্চায়েত মন্ত্রী ৷
জলপাইগুড়ির জেলাশাসকের দফতরে ওই সরকারি বৈঠকের পর প্রদীপ মজুমদার অভিযোগ করেন রাজ্যে বিভিন্ন প্রকল্প রূপায়ণে 1 নং ওয়ান হবার পরেও কেন্দ্র টাকা দিচ্ছে না । তাঁর মতে, এর ফল ভুগতে হবে কেন্দ্রীয় সরকারকে । এদিন তিনি বলেন,"উন্নয়নমূলক কাজ হচ্ছে । যেসব প্রকল্পের রূপায়ণ হচ্ছে সেগুলির সম্পর্কে ধরে ধরে সবকিছু জানার চেষ্টা করলাম । গ্রাম পঞ্চায়েতের উন্নয়নের কাজের গতি কেমন, কোনও সহযোগিতার অভাব আছে কি না, কী কী সুফল পাওয়া যাচ্ছে, কোথায় খামতি রয়েছে সেটাও জানার চেষ্টা করলাম ।"
পথশ্রী প্রকল্পের কাজ দ্রুততার সঙ্গে শেষ করতে হবে বলেও এদিন বার্তা দেন প্রদীপ মজুমদার ৷ তিনি জানান, তৃণমূল সরকারের আমলে উন্নয়নমূলক কাজ নির্বাচনকে সামনে রেখে হয় না ৷ পাশাপাশি, মানুষতে বঞ্চনার প্রতিফল পঞ্চায়েত নির্বাচনেও কেন্দ্রের শাসকদল বিজেপি পাবে বলে এদিন দাবি করেন তিনি ৷ তিনি বলেন,"পশ্চিমবঙ্গে জব কার্ডের সঙ্গে আধার কার্ডের সংযুক্তি 97 শতাংশের বেশি হয়ে গেলেও আমরা টাকা পাচ্ছি না । কিন্তু মধ্যপ্রদেশ, গুজরাত-সহ অন্যান্য রাজ্যের আধার কার্ডের সঙ্গে জব কার্ডের সংযুক্তি অর্ধেক হয়েছে তাও তারা টাকা পাচ্ছে ৷"
আরও পড়ুন: বিশ্ববিদ্যালয়গুলিকে রাজ্যপালের চিঠি নিয়ে আইনি পরামর্শ নিচ্ছে শিক্ষা দফতর, জানালেন ব্রাত্য বসু
এদিন জলপাইগুড়ির জেলাশাসকের দফতরে আয়োজিত বৈঠকে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের সমস্ত দফতরের শীর্ষ আধিকারিকরা ৷ বৈঠকে ছিলেন জেলাশাসক মৌমিতা গোদারা, অতিরিক্ত জেলাশাসক বিবেক বাসমে (সাধারণ), অতিরিক্ত জেলাশাসক (জেলাপরিষদ), তেজস্বী রানা-সহ জেলার পঞ্চায়েত, কৃষি-সহ অন্যান্য দফতরের আধিকারিকরা ।