পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Orchid Garden in Jalpaiguri: হর্টিকালচার দফতরের উদ্যোগে জলপাইগুড়িতে অর্কিড চাষ, তৈরি হবে গার্ডেন ও ক্যাফেটেরিয়া - Orchid Cultivation in Jalpaiguri

জলপাইগুড়ির মোহিতনগরে ফার্মে অর্কিড গার্ডেন তৈরি করছে হর্টিকালচার দফতর ৷ বেসরকারি বিনিয়োগের সাহায্য ট্রপিক্যাল অর্কিড গার্ডেন তৈরি করা হচ্ছে ৷ সেখানে থাকছে ক্যাফেটেরিয়া ৷ ঘুরতে আসা পর্যটকরা অর্কিড গার্ডেন থেকে গাছ ও ফুল কিনতে পারবেন কম খরচে ৷ এমনকি সেখানে উৎপাদিত অর্কিড উত্তর-পূর্ব ভারতে রফতানিও করা হবে ৷

Orchid Garden in Jalpaiguri ETV BHARAT
Orchid Garden in Jalpaiguri

By

Published : Apr 19, 2023, 7:32 PM IST

হর্টিকালচার দফতরের উদ্যোগে জলপাইগুড়িতে অর্কিড চাষ

জলপাইগুড়ি, 19 এপ্রিল: জলপাইগুড়িতে তৈরি হবে অর্কিড গার্ডেন ৷ সেখান থেকে স্বল্পমূল্যে পর্যটকরা কিনতে পারবেন অর্কিড ৷ এই ট্রপিক্যাল অর্কিড গার্ডেনের সঙ্গেই থাকছে ক্যাফেটেরিয়া ৷ মূলত, উত্তরবঙ্গের কৃষকদের আর্থিকভাবে সাবলম্বী করতে অর্কিড চাষে উৎসাহিত করা হচ্ছে ৷ উত্তর-পূর্ব ভারতে অর্কিডের চাহিদা অনেক ৷ উত্তর-পূর্ব ভারতের সেই বাজার ধরতে মরিয়া রাজ্য সরকার ৷ আর সেই কারণেই হর্টিকালচার দফতরের উদ্যোগে এই জলপাইগুড়ি অর্কিড পার্ক তৈরি করা হচ্ছে ৷

আগে পাহাড়ে অর্কিড গার্ডেন দেখতে যেতেন পর্যটকরা ৷ এবার হাতের কাছে জলপাইগুড়িতে সেই সুযোগ করে দিচ্ছে রাজ্য সরকার ৷ বর্তমানে ডেকরেশনের কাজে অর্কিডের চাহিদা রয়েছে ৷ সামাজিক থেকে শুরু করে কর্পোরেটের বিভিন্ন অনুষ্ঠানে ডেকরেশনের ক্ষেত্রে অর্কিডের চাহিদা রয়েছে ৷ জলপাইগুড়ির অর্কিড গার্ডেনে যে ফুল উৎপাদন করা হবে, তার চারা আনা হবে থাইল্যান্ড থেকে ৷ মোট সাত রকমের অর্কিডের চারা আনা হবে ৷ জলপাইগুড়িতেই সেই চারা থেকে গাছ তৈরি করে অর্কিড গার্ডেনে ফুল তৈরি করা হবে ৷

রাজ্যের হর্টিকালচার দফতরের অতিরিক্ত সচিব সুব্রত গুপ্ত জানিয়েছেন, জলপাইগুড়ির মোহিতনগর খামারে অর্কিড গার্ডেন তৈরি করা হচ্ছে ৷ তিনি বলেন, ‘‘আমরা এবার নতুন উদ্যোগ নিয়েছি ৷ উত্তর-পূর্ব ভারতে অর্কিডের একটা বড় বাজার রয়েছে ৷ আমরা মোহিতনগরে ফার্মে অর্কিড গার্ডেন করছি ৷ চাষিদেরকে অর্কিড চাষে উৎসাহিত করা হচ্ছে ৷ এই বছরে আমরা থাইল্যান্ড থেকে অর্কিডের চারা এনে বিজ্ঞানসম্মতভাবে গাছগুলি বড় করে চাষীদের দেব ৷ এখানকার চাষীরা ফুল চাষে আগ্রহী তাই তাঁদের মুনাফার জন্যই আমরা এই অর্কিড চাষে উৎসাহ দিচ্ছি ৷’’

আরও পড়ুন:বাড়ির ছাদেই নার্সারি, রং-বেরঙের অর্কিড

এই অর্কিড চাষে সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থা বিনিয়োগ করছে ৷ বেসরকারি লগ্নিকারী সংস্থার কর্তা উৎপল বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ‘‘রাজ্যের হর্টিকালচার দফতরের অতিরিক্ত সচিব ফল ও ফুল চাষের উদ্যোগ নিয়েছেন ৷ তাই ট্রপিকাল অর্কিড গার্ডেন তৈরির পরিকল্পনা করেছি ৷ ফুল কোথায় বিক্রি করতে হবে আমরা চাষীদের জানাব ৷’’ তিনি জানিয়েছেন, আগামী 2 মাসের মধ্যে অর্কিডের চারা চলে আসবে ৷ সাতরকম প্রজাতির অর্কিডের প্রায় 1 হাজার গাছ ট্রপিকাল অর্কিড গার্ডেন রাখা হবে পর্যটকদের দেখার জন্য ৷ সেখান থেকে পর্যটকরা গাছ কিনতেও পারবেন বলে জানিয়েছেন তাঁরা ৷ সঙ্গে ক্যাফেটেরিয়া করা হচ্ছে ৷ সেখান থেকে অর্কিড গার্ডেনের মনোরম দৃশ্য উপভোগ করা যাবে ৷

ABOUT THE AUTHOR

...view details