শিলিগুড়ি, 11 এপ্রিল: ট্রেনের কামরায় গুলি ৷ এই ঘটনায় মারা গিয়েছেন এক ব্যক্তি ৷ সোমবার রাতে ঘটনাটি ঘটে নিউ জলপাইগুড়ি স্টেশনে (এনজেপি) ৷ ওই ব্যক্তির পরিচয় জানা গিয়েছে ৷ তাঁর নাম সঞ্জয় সিং পারমার (43) ৷ ওই প্রাক্তন সেনাকর্মী মধ্যপ্রদেশের ভিন্ড জেলার বাসিন্দা ৷ সঞ্জয় কামাক্ষ্যা থেকে দিল্লি যাচ্ছিলেন ৷ ট্রেনের মধ্যে সিট নিয়ে সহযাত্রীদের সঙ্গে তাঁর ঝামেলা বাধে ৷ সেই সময় নিজের লাইসেন্স বন্দুক বার করেন তিনি ৷ বচসা এতটাই চরমে পৌঁছয় যে ওই ব্যক্তি প্রথমে শূন্যে গুলি ছোড়েন ৷
সূত্রের খবর, বচসা থেকে বিষয়টি হাতাহাতিতে গড়ায় ৷ তখন অন্য যাত্রীদের সঙ্গে ধস্তাধস্তি চলছিল ৷ সেই সময় সঞ্জয় সিংয়েরই তলপেটে গুলি লাগে ৷ তাতেই মারা গিয়েছেন তিনি ৷ ঘটনার তদন্ত করছে পুলিশ ৷ সামরিক বাহিনীর আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে ৷ তারাও এসে তদন্ত করবে ৷ ফরেন্সিক দলও ঘটনাস্থল অর্থাৎ ওই কামরায় যাবে বলে জানা গিয়েছে ৷ এই ঘটনায় সাতজনকে আটক করেছে পুলিশ ৷ তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷