পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Fraud Case: কখনও চিকিৎসক আবার কখনও আইনজীবী পরিচয় দিয়ে প্রতারণা, পুলিশের জালে অভিযুক্ত - Fraud Case

কখনও আইনজীবী পরিচয় আবার কখনও বা চিকিৎসক পরিচয় দিয়ে একাধিক ব্যক্তির সঙ্গে প্রতারণার অভিযোগে জলপাইগুড়িতে গ্রেফতার বৈনব ঘোষ (Youth held on Charge of Cheating) ৷

Fraud Case
পুলিশের জালে যুবক

By

Published : Sep 22, 2022, 9:28 PM IST

জলপাইগুড়ি, 22 সেপ্টেম্বর: কখনও মেডিক্যাল কলেজের চিকিৎসক, কখনওবা আইনজীবী আবার কখনও সরকারি দফতরের উচ্চপদস্থ কর্তার পরিচয় দিয়ে লক্ষ লক্ষ টাকার প্রতারণার অভিযোগ যুবকের বিরুদ্ধে । বেশ কিছু স্কুল শিক্ষিকাকে বিয়ের প্রতিশ্রুতিও দিয়েও টাকা হাতানোর অভিযোগ ওই যুবকের বিরুদ্ধে ৷ এক স্কুল শিক্ষিকার অভিযোগের ভিত্তিতেই বুধবার রাতে অভিযুক্ত বৈনব ঘোষকে গ্রেফতার করে পুলিশ (Jalpaiguri Fraud Case) ৷ আজ অভিযুক্তকে আদালতে তোলা হলে ধৃতের 7 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত ৷

পুলিশ সূত্রে খবর, বৈনব ঘোষ নামে এই ব্যক্তি নিজেকে কলকাতার নামী মেডিক্যাল কলেজের চিকিৎসক পরিচয় দিয়ে জলপাইগুড়ির স্কুল শিক্ষিকাকে বিয়ের প্রস্তাব দেয় ৷ তারপর থেকেই ওই স্কুল শিক্ষিকার কাছ থেকে বিভিন্ন অছিলায় কয়েক লক্ষ টাকা আত্মসাৎ করেন ওই যুবক ৷ সম্প্রতি ওই যুবকের চাল চলনো তাঁর সন্দেহ হওয়ায় ওই শিক্ষিকা কোতয়ালী থানায় অভিযোগ দায়ের করেছেন ৷ তবে শুধু ওই শিক্ষিকাই নয়, জলপাইগুড়ির এক ব্যবসায়ী পুষ্কর দাশগুপ্ত-র সঙ্গে প্রতারণার অভিযোগ ওই যুবকের বিরুদ্ধে ৷ ওই ব্যবসায়ীকেও আইনজীবী পরিচয় দিয়ে টাকা হাতিয়ে ছিল ওই যুবক ৷

ব্যাবসায়ী পুষ্কর দাশগুপ্ত জানান, বৈনব ঘোষ আইনজীবীর পরিচয় দিয়েছিল। তাঁকে সরকারি স্কিমে টাকা বিনিয়োগ করবার প্রস্তাব দেয়। ওই প্রস্তাবে রাজি হয়ে পুষ্করবাবু বৈনবকে দফায় দফায় প্রায় 10 লক্ষ টাকা দেন ৷ বিনিয়োগের কাগজ পত্র না-পাওয়ায় ওই যুবককের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করেন পুষ্করবাবু ৷ যোগাযোগ করতে না-পেরেই তিনি আইনজীবী মারফত থানায় অভিযোগ করেন ৷

আরও পড়ুন: স্বর্ণ ব্যবসায়ীর সঙ্গে 3 কোটির প্রতারণা, রাজস্থান থেকে ধৃত যুবক

অন্যদিকে অভিযোগকারী স্কুল শিক্ষিকার আইনজীবী সৌজিৎ সিংহ বলেন, ‘‘বৈনব ঘোষ চিকিৎসকের পরিচয় দিয়ে একটি ফেক হোয়াটসঅ্যাপ দিয়ে তার মক্কেলকে ভালোবাসার জালে ফাঁসিয়ে লক্ষাধিক টাকা আত্মসাৎ করেছে । শুধু তাই নয় এই ব্যক্তি টেট দুর্নীতি সঙ্গেও জড়িত ৷ চাকরি করিয়ে দেওয়ার নাম করে একাধিক ব্যক্তির কাছ থেকে টাকা নেওয়ারও অভিযোগ উঠেছে ওই যুবকের বিরুদ্ধে ৷ যদিও অভিযুক্ত বৈনব ঘোষ তাঁর বিরুদ্ধে সমস্ত অভিযোগ অস্বীকার করেন ৷

ABOUT THE AUTHOR

...view details