পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কোরোনা মোকাবিলায় মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান তৃণমূল বিধায়কের - বিধায়ক তহবিলের এক লক্ষ টাকা মুখ্যমন্ত্রীর ত্রান তহবিলে দান

অনেক বিধায়ক ও সাংসদই তাঁদের তহবিল থেকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করেছেন । এবার ত্রাণ তহবিলে দান করলেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় ।

corona help
বিধায়ক রাজগঞ্জ খগেশ্বর রায়

By

Published : Mar 26, 2020, 6:35 PM IST

জলপাইগুড়ি, 26 মার্চ : মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে এক মাসের পেনশনের টাকা দান করলেন রাজগঞ্জের বিধায়ক । পেনশনের ১৫ হাজার টাকা ও বিধায়ক তহবিল থেকে এক লাখ টাকা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করলেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় ।

খগেশ্বরবাবু বলেন, "আমি প্রাথমিক শিক্ষক ছিলাম । অবসর নিয়েছি । আমার একমাসের পেনশন মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দিলাম। বিধায়ক তহবিলে অবশিষ্ট থাকা এক লাখ টাকাও দান করলাম। যাতে সরকার কোরোনা ভাইরাসের মোকাবিলার জন্য কাজ করতে পারে।"

এই কঠিন পরিস্থিতিতে সরকারের পাশে নিজের সাধ্যমতো দাঁড়াতে চেয়ে এই কাজ বলে তিনি জানান । ইতিমধ্যেই জলপাইগুড়ির BJP সাংসদ জয়ন্ত কুমার রায় তাঁর সাংসদ তহবিল থেকে 50 লাখ টাকা চিকিৎসা ও পরিস্থিতি মোকাবিলার জন্য জেলাশাসককে দিয়েছেন।

ABOUT THE AUTHOR

...view details