পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Bison Attack: বাইসনের আক্রমণে জলপাইগুড়িতে মৃত্যু চা শ্রমিকের, আক্রান্ত স্ত্রী ও নাতি

চা বাগানে দাপিয়ে বেড়াচ্ছে বাইসন ৷ এই বন্য জন্তুর আক্রমণে মৃত্যু হল এক চা শ্রমিকের ৷ আহত তাঁর স্ত্রী ও নাবালক নাতি ৷ খবর পেয়ে বনকর্মীরা বাইসনটিকে জঙ্গলে ফেরানোর চেষ্টা করছেন ৷

Etv Bharat
বাইসন

By

Published : Apr 20, 2023, 4:19 PM IST

চা বাগানে বাইসনের হানায় মৃত এক শ্রমিক, আতঙ্কিত এলাকাবাসী

জলপাইগুড়ি, 20 এপ্রিল: বাইসনের আক্রমণে মৃত্যু হল এক চা শ্রমিকের । কিলকট চা বাগানের শ্রমিক লাইনে বৃহস্পতিবার বাইসনের আক্রমণের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। চা শ্রমিকের মৃত্যুর পাশাপাশি বাইসনের হানায় আহত হয়েছে এক নাবালক-সহ দু'জন। মৃত চা শ্রমিকের নাম চৈতু মাহালী। মৃত এবং আহতরা সবাই কিলকট চা বাগানের একই পরিবারের সদস্য বলে জানা গিয়েছে ।

বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার মেটেলি ব্লকের কিলকট চা বাগানে। এদিকে বাইসনের আক্রমণের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে অন্যান্য চা শ্রমিকদের মধ্যে । যদিও গরুমারা জাতীয় উদ্যানের বনকর্মীরা ও জলপাইগুড়ি বন বিভাগের কর্মীরা কিলকট চা বাগানে গিয়ে বাইসনটিকে জঙ্গলে ফেরানোর চেষ্টা করছেন বলে খবর ৷ বাইসনটিকে ঘুমপাড়ানি গুলি করে কাবু করা হবে বলে জানা গিয়েছে ।

এদিন সকালে হঠাৎই কিলকট চা বাগানের শ্রমিক লাইনে বাইসন নজরে পরে শ্রমিকদের। বাইসনের খবরে স্বাভাবিক কারণেই আতঙ্ক ছড়ায় এলাকায় । বাইসনটি বাগানের এক শ্রমিক লাইন থেকে অন্য শ্রমিক লাইনে দাপিয়ে বেড়াচ্ছিল। ঘটনার খবর পেয়ে এদিন বাগানে আসেন বন বিভাগের খুনিয়া স্কোয়াডের বনকর্মীরা এবং মেটেলি থানার পুলিশ। বনকর্মীরা মনে করছেন, বাইসনটি পাশের চাপরামারির জঙ্গল থেকেই বেড়িয়েছে। সেটিকে ফের জঙ্গলে ঢোকানোর চেষ্টা চালানো হচ্ছে ।

স্থানীয়দের বাসিন্দারা জানান, প্রথমে কিলকট চা বাগানের কুঞ্জ লাইনে ঢুকে পড়ে বাইসনটি ৷ এরপর চা শ্রমিক চৈতু মাহালি ছাড়াও তাঁর স্ত্রী লালকি মাহালি এবং তাঁদের 16 বছরের নাতি রণক মাহালিকে দেখে আক্রমণ করে । ঘটনায় মারাত্মকভাবে জখম হন তাঁরা । তিনজনকেই উদ্ধার করে নিয়ে যাওয়া হয় চালসা মঙ্গলবাড়ি গ্রামীণ হাসপাতালে । চৈতু মাহালির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয় ৷ পরে সেখানেই তাঁর মৃত্যু হয় ।

আরও পড়ুন : শিলিগুড়িতে লোকালয়ে ঢুকল বাইসন, জঙ্গলে ফেরানোর চেষ্টায় বন দফতর

ABOUT THE AUTHOR

...view details