পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দুর্ঘটনায় মৃত ব্যক্তি, দুর্ঘটনাগ্রস্ত লরি থেকে মাছ কুড়াতে ভিড় - Head-on collision

বৃহস্পতিবার ভোর সাড়ে চারটে নাগাদ একটি শিলিগুড়িগামী গ্যাসের ট্যাঙ্কারের সঙ্গে ধূপগুড়িগামী মাছ বোঝাই একটি লরির মুখোমুখি সংঘর্ষ হয় ৷ সংঘর্ষের পর মাছ বোঝাই অন্ধ্রপ্রদেশের লরিটি সেতুর রেলিং ভেঙে ঝুমুর নদীতে পড়ে যায় ।

মাছ বোঝাই লরি উল্টে মৃত 1
মাছ বোঝাই লরি উল্টে মৃত 1

By

Published : Jun 24, 2021, 9:26 AM IST

Updated : Jun 24, 2021, 10:23 AM IST

ধূপগুড়ি, 24 জুন :গ্যাস ট্যাঙ্কারের সঙ্গে মাছ বোঝাই লরির মুখোমুখি সংঘর্ষে মৃত এক ৷ ধূপগুড়ি ব্লকের ঝুমুর এলাকায় জাতীয় সড়কে ঝুমুর ব্রিজে ঘটে এই সংঘর্ষ ৷ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও এক ব্যক্তি ৷

জানা গিয়েছে, এদিন ভোর সাড়ে চারটে নাগাদ একটি শিলিগুড়িগামী গ্যাসের ট্যাঙ্কারের সঙ্গে ধূপগুড়িগামী মাছ বোঝাই লরির মুখোমুখি সংঘর্ষ হয় ৷ সংঘর্ষের পর মাছ বোঝাই লরিটি ঝুমুর সেতুর রেলিং ভেঙে ঝুমুর নদীতে পড়ে যায় । মাছ বোঝাই লরিটি অন্ধ্রপ্রদেশ থেকে আসছিল ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ধূপগুড়ি থানার পুলিশ এবং ট্র্যাফিক গার্ড । আসেন দমকল কর্মীরাও ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় এক ব্যক্তির ৷ গুরুতর আহত অবস্থায় একজনকে উদ্ধার করে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যান দমকল কর্মীরা ৷ পরে তাঁকে জলপাইগুড়ি সুপার স্পেশ্যালিটি হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দেওয়া হয় ।

মৃত ব্যক্তির কাছ থেকে ড্রাইভিং লাইসেন্স উদ্ধার করেছে পুলিশ ৷ গ্যাস ট্যাঙ্কারটি খালি থাকায় আরও বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে পুলিশ মনে করছে ৷ দুর্ঘটনার পর প্রায় দু’ঘণ্টা রাস্তা বন্ধ থাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয় ৷ পুলিশের তৎপরতায় রাস্তা থেকে গ্যাস ট্যাঙ্কারটি সরিয়ে দেওয়া হলে সকাল 6টা নাগাদ যান চলাচল স্বাভাবিক হয় ৷

গ্যাস ট্যাঙ্কারের সঙ্গে মাছ বোঝাই লরির মুখোমুখি সংঘর্ষ

আরও পড়ুন :জলপাইগুড়ির ধরধরা নদীতে মাছের মড়ক

অন্যদিকে, মাছ বোঝাই লরিটি উল্টে যাওয়ায় তাতে থাকা মাছ ঘটনাস্থলে ছড়িয়ে পড়ে ৷ ঘটনার খবর মিলতেই সেখানে স্থানীয়রা ভিড় করতে শুরু করে ৷ পুলিশের সামনেই চলে দুর্ঘটনাগ্রস্ত মাছ বোঝাই লরি থেকে মাছ নেওয়ার পালা । কেউ ব্যাগে করে, আবার কেউ বস্তা বোঝাই করে নিতে শুরু করে মাছ ৷ পরে পুলিশের তাড়া খেয়ে দুর্ঘটনাস্থল থেকে সরে আসে স্থানীয়রা ৷

Last Updated : Jun 24, 2021, 10:23 AM IST

ABOUT THE AUTHOR

...view details