জলপাইগুড়ি , ২৮ ফেব্রুয়ারি : আনুমানিক ৩০ লক্ষ টাকার লাল চন্দন কাঠ সহ গ্রেফতার একজন । ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি বনবিভাগের মরাঘাট রেঞ্জ এলাকায় ।
জলপাইগুড়ি বনবিভাগ ও এসএসবি ( সশস্ত্র সীমা বল ) এর জওয়ানদের কাছে সূত্র মারফত খবর আসে, জলপাইগুড়ি বনবিভাগের মরাঘাট রেঞ্জ এর কাছে কিছু লোক লাল চন্দন কাঠ বিক্রি করার ষড়যন্ত্র করছে । তৎক্ষণাৎ বনবিভাগের কর্মীরা লাল চন্দন কেনার সিদ্ধান্ত নেন । সেই মতই আজ বনবিভাগের কর্মীরা ক্রেতা সেজে লাল চন্দন কাঠ পাচারকারীদের সাথে যোগাযোগ করে কাঠ কেনার জন্য । জলপাইগুড়ি বনবিভাগ ও এসএসবি - র যৌথ অভিযানে সাফল্য মেলে খুব দ্রুত । অসংলগ্ন কথাবার্তার জেরে লাল চন্দন কাঠ পাচারকারীদের মধ্যে এক ব্যক্তিকে ধরে ফেলে জলপাইগুড়ি বনবিভাগ ও এসএসবি - র জওয়ানরা ।