পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

জলপাইগুড়িতে লক্ষাধিক টাকার লাল চন্দন কাঠ সহ ধৃত 1 - লাল চন্দন কাঠ সহ ধৃত 1

লাল চন্দন কাঠের বেআইনি পাচার রুখে দিল জলপাইগুড়ি বনবিভাগ ও এসএসবি ( সশস্ত্র সীমা বল ) এর জওয়ানরা । ৩ ক্যুইন্টাল লাল চন্দন কাঠ উদ্ধার করা হয়েছে বলে জানান মরাঘাট রেঞ্জের রেঞ্জার রাজকুমার পাল । যার আনুমানিক বাজার মূল্য ৩০ লক্ষ টাকা ।

উদ্ধার হওয়া লাল চন্দন কাঠ
উদ্ধার হওয়া লাল চন্দন কাঠ

By

Published : Feb 28, 2021, 1:49 PM IST

জলপাইগুড়ি , ২৮ ফেব্রুয়ারি : আনুমানিক ৩০ লক্ষ টাকার লাল চন্দন কাঠ সহ গ্রেফতার একজন । ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি বনবিভাগের মরাঘাট রেঞ্জ এলাকায় ।

জলপাইগুড়ি বনবিভাগ ও এসএসবি ( সশস্ত্র সীমা বল ) এর জওয়ানদের কাছে সূত্র মারফত খবর আসে, জলপাইগুড়ি বনবিভাগের মরাঘাট রেঞ্জ এর কাছে কিছু লোক লাল চন্দন কাঠ বিক্রি করার ষড়যন্ত্র করছে । তৎক্ষণাৎ বনবিভাগের কর্মীরা লাল চন্দন কেনার সিদ্ধান্ত নেন । সেই মতই আজ বনবিভাগের কর্মীরা ক্রেতা সেজে লাল চন্দন কাঠ পাচারকারীদের সাথে যোগাযোগ করে কাঠ কেনার জন্য । জলপাইগুড়ি বনবিভাগ ও এসএসবি - র যৌথ অভিযানে সাফল্য মেলে খুব দ্রুত । অসংলগ্ন কথাবার্তার জেরে লাল চন্দন কাঠ পাচারকারীদের মধ্যে এক ব্যক্তিকে ধরে ফেলে জলপাইগুড়ি বনবিভাগ ও এসএসবি - র জওয়ানরা ।

আরও পড়ুন :বাড়ি থেকে উদ্ধার অস্ত্র, গ্রেফতার যুবক

এদিন ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে পাচারকারীদের লুকিয়ে রাখা বীরপাড়ার ৫ নং লাইন থেকে লাল চন্দন কাঠ উদ্ধার হয় । ৩ ক্যুইন্টাল লাল চন্দন কাঠ উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানান মরাঘাট রেঞ্জের রেঞ্জার রাজকুমার পাল । যার আনুমানিক বাজার মূল্য ৩০ লক্ষ টাকা । তিনি আরও বলেন যে , আগামিকাল ধৃতকে জলপাইগুড়ি আদালতে তোলা হবে এবং তাকে রিমান্ডে নেওয়া হবে । ধৃতকে জেরা করে তার কাছ থেকে বাকিদের নাম জানার চেষ্টা করা হবে ।

ABOUT THE AUTHOR

...view details