জলপাইগুড়ি, 6 সেপ্টেম্বর:জলপাইগুড়ির বনবিভাগের কর্মীদের বড় সাফল্য । হাতির দাঁত-সহ গ্রেফতার এক । হাতির দাঁত পাচারের অভিযোগে গ্রেফতার ভুটানের এক নাগরিক। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার অভিযান চালিয়ে জলপাইগুড়ি বনবিভাগের দলগাঁও রেঞ্জের মোবাইল পেট্রোলিং টিম আলিপুরদুয়ারের বীরপাড়া এলাকা থেকে ওই হাতির দাঁত উদ্ধার করে। ধৃত ভুটানের বাসিন্দার নাম মানসিং গুরুং ।
জলপাইগুড়ি বনবিভাগের বিভাগীয় আধিকারিক বিকাশ বিজয় এই প্রসঙ্গে জানিয়েছেন, গোপন সূত্রে খবর পেয়ে বনবিভাগের দলগাঁও রেঞ্জের বনকর্মীরা অভিযান চালায়। দলগাঁও রেঞ্জের মোবাইল পেট্রোলিং পার্টি খবর পায় এক ব্যক্তি হাতির দাঁত পাচারের চেষ্টা করছে । বীরপাড়া থানা এলাকায় অভিযান চালিয়ে একজনকে ধরে ফেলা হয় । তার কাছ থেকে হাতির দাঁত উদ্ধার হয় । ধৃত ব্যক্তি ভুটানের বাসিন্দা বলে জানা গিয়েছে । তার কাছ থেকে ভুটানের একটি ড্রাইভিং লাইসেন্স পাওয়া গিয়েছে । ভুটানের সঙ্গে যোগাযোগ করে ধৃত ব্যক্তির নাম এবং ঠিকানা সব খতিয়ে দেখা হচ্ছে ৷
বনবিভাগের ওই আধিকারিকের ধারণা এই পাচার চক্রের সঙ্গে আরও অনেকে জড়িত থাকতে পারে ৷ চক্রের বাকিদের ধরার চেষ্টা চলছে ৷ আগামিকাল ধৃত ব্যক্তিকে আলিপুরদুয়ার জেলা আদালতে তোলা হবে । তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন জানানো হবে বলে জানিয়েছেন ডিএফও বিকাশ বিজয় ৷
আরও পড়ুন: গর্ভবতী হাতির মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন করল বন দফতর
গত 1 জুন বন্যপ্রাণীর দেহাংশ পাচারকারীদের গ্রেফতার করেছিলেন গরুমারা বন্যপ্রাণী বিভাগের বনকর্মীরা । দুটি হাতির দাঁত উদ্ধার করেন বনকর্মীরা। গুলি করে হাতিকে হত্যা করে ওই দাঁত পাচারকারীরা সংগ্রহ করেছিল বলে পরে জানা যায় ৷ সেবার অসমের পাঁচজন বাসিন্দাকে গ্রেফতার করা হয়েছিল ৷ অসমের চিরাংয়ের জঙ্গল থেকে শিলিগুড়িতে পাচারের আগেই হাতির দাঁত-সহ ওই পাচারকারীদের গ্রেফতার করা হয় ৷ সেই ঘটনার পর এবার ফের হাতির দাঁত উদ্ধার করল জলপাইগুড়ি বনবিভাগ । সম্প্রতি সংকোশ নদী থেকে মুণ্ডুহীন একটি হাতির দেশ উদ্ধার হয় ৷ এদিন উদ্ধার হওয়া দাঁত সেই হাতিরই কি না, তা খতিয়ে দেখা হচ্ছে ৷