জলপাইগুড়ি, 3 নভেম্বর: অপহরণ করে মুক্তিপণ দাবি করার ঘটনা ঘটে প্রায়শ্যেই । তবে চুরি করে পণ দাবি হয়তো এই প্রথম । আগের দিন চুরি করে পরের দিন গৃহস্থকে চিঠি দিল চোর ।
চোরের অবশ্য দাবি, নথি ফিরে পেতে চাইলে কালোডোবায় পাশে ব্যাগে টাকা রেখে দিয়ে আসুন । সব জিনিস পেয়ে যাবেন । তবে তিনিই যে চোর তার প্রমাণ স্বরূপ টোটোচালককে দিয়ে খোয়া যাওয়া একটি নথিও পাঠানো হয়েছে গৃহস্থকে । এমন ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় জলপাইগুড়িতে । ঘটনায় এক যুবককে গ্রেফতার করেছে জলপাইগুড়ি কোতয়ালি থানার পুলিশ । ধৃতকে পাঁচদিনের রিমান্ডে নিয়ে তদন্তে শুরু করেছে পুলিশ ।
জানা গিয়েছে, সম্প্রতি জলপাইগুড়ি উত্তর রায়কতপাড়ার বাসিন্দা বিউটি রায়ের বাড়ি থেকে গুরুত্বপূর্ণ নথি ও সোনা খোয়া যায় । চুরির পরে বাড়িতে একটি চিঠি আসে ৷ তাতে বলা ছিল, নথি ফিরে পেতে হলে দেওয়া ঠিকানায় টাকা পৌঁছে দিতে হবে । চোরই যে এই চিঠি পাঠিয়েছে তার প্রমাণ দিতে এক টোটোচালককে দিয়ে গৃহস্থের বাড়িতে চুরির একটি নথিও পাঠানো হয় । এরপর গৃহস্থ টোটোচালককে ধরে পুলিশে খবর দেয় ।