পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বিশ্ব পরিবেশ দিবসের অনুষ্ঠানে সামাজিক দূরত্ব শিকেয় - :জলপাইগুড়ি

বিশ্ব পরিবেশ দিবসের অনুষ্ঠানে সামাজিক দূরত্ব শিকেয় উঠল৷ অভিযোগ, বৃক্ষরোপণ করতে গিয়ে সামাজিক দূরত্ব মানলেন না খোদ বনাধিকারিকরা৷

social distance not maintained
সামাজিক দুরত্ব মানলেন না বনাধিকারিকরা

By

Published : Jun 6, 2020, 2:42 AM IST

জলপাইগুড়ি, 5 জুন: শুক্রবার জলপাইগুড়ির তিস্তা উদ্যানে পালিত হল বিশ্ব পরিবেশ দিবস। অভিযোগ, সামাজিক দুরত্ব না মেনেই বনাধিকারিকরা পরিবেশ দিবসের অনুষ্ঠান করেন আজ। প্রশ্ন উঠল, যেখানে কোরোনা সংক্রমণ রুখতে সরকারের পক্ষ থেকে সামাজিক দূরত্বের নির্দেশিকা দেওয়া হচ্ছে, সেখানে খোদ সরকারি আধিকারিকরা সামাজিক দূরত্ব মানলেন না কীভাবে?

শুক্রবার, 5 জুন ছিল বিশ্ব পরিবেশ দিবস৷ এই উপলক্ষ্যেই জলপাইগুড়ি তিস্তা উদ্যানে বৃক্ষরোপণের অনুষ্ঠান হয়৷ যেখানে উপস্থিত ছিলেন বনবিভাগের উত্তরবঙ্গের আধিকারিকরা৷ ছিলেন উত্তরবঙ্গের বনবিভাগের বনপাল গঙ্গা প্রসাদ ছেত্রী, মুখ্য বনপাল (বন্যপ্রাণ) উজ্জ্বল ঘোষ, গোরুমারা বন্যপ্রাণ বিভাগের DFO নীশা গোস্বামী, DFO মৃদুল কুমার, উদ্যান ও পালন বিভাগের DFO অঞ্জন গুহ সহ বৈকুণ্ঠপুর বনবিভাগের বনাধিকারিক উমা রানি এন সহ অন্য আধিকারিকরা৷ এছাড়াও উপস্থিত ছিলেন জলপাইগুড়ির জেলাশাসক অভিষেক তিওয়ারিও৷ আজ বৃষ্টি ভিজে বৃক্ষরোপণ করেন আধিকারিকরা৷ কিন্তু, সরকারি আধিকারিকদের উপস্থিতিতে বৃক্ষরোপণ অনুষ্ঠানে সামাজিক দুরত্ব মানা হয়নি বলে অভিযোগ উঠল।

শুক্রবার মুখ্য বনপাল উজ্জ্বল ঘোষ বলেন, "আমরা পরিবেশ দিবসে গাছ লাগালাম। এরপরে উত্তরবঙ্গজুড়ে গাছ লাগাব। যেভাবে চাহিদা আসবে সেইভাবে গাছ লাগানোর পাশাপাশি জঙ্গলেও গাছ লাগানো হবে।"

ABOUT THE AUTHOR

...view details